‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার।’
আন্দোলনকারীদের সরাতে পুলিশের পদক্ষেপের বিষয় অবগত করাতে গিয়ে এভাবেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালকে ব্রিফ করছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সদস্য।
ভাইরাল হওয়া ৪৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ডিএমপি ওয়ারি বিভাগের পুলিশ কর্মকর্তা ইকবাল হোসাইন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইলের ভিডিওচিত্র দেখিয়ে ওই কথা বলেন।
ইকবাল আরও বলেন, ‘গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না।’
‘এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’
তখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকারভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন।
এসময় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ কয়েকজন পুলিশ কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন।
ভিডিও ক্লিপটি আইজিপির কাঁধের পেছন থেকে ধারণ করা হয়।
নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও ক্লিপটির সত্যতা যাচাই করা যায়নি।
কখন ও কোথায় ভিডিওটি ধারণ করা হয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি।
তবে কথাগুলো যে পুলিশ কর্মকর্তা বলছিলেন, তিনি ইকবাল হোসাইন। সবশেষ ডিএমপি ওয়ারি বিভাগের উপ-পুলিশ কশিনার ছিলেন। তার বাড়ি নরসিংদী। তাকে আজ পুলিশ সুপার খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলী করা হয়েছে।
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার।’
আন্দোলনকারীদের সরাতে পুলিশের পদক্ষেপের বিষয় অবগত করাতে গিয়ে এভাবেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালকে ব্রিফ করছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সদস্য।
ভাইরাল হওয়া ৪৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ডিএমপি ওয়ারি বিভাগের পুলিশ কর্মকর্তা ইকবাল হোসাইন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইলের ভিডিওচিত্র দেখিয়ে ওই কথা বলেন।
ইকবাল আরও বলেন, ‘গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না।’
‘এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’
তখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকারভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন।
এসময় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ কয়েকজন পুলিশ কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন।
ভিডিও ক্লিপটি আইজিপির কাঁধের পেছন থেকে ধারণ করা হয়।
নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও ক্লিপটির সত্যতা যাচাই করা যায়নি।
কখন ও কোথায় ভিডিওটি ধারণ করা হয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি।
তবে কথাগুলো যে পুলিশ কর্মকর্তা বলছিলেন, তিনি ইকবাল হোসাইন। সবশেষ ডিএমপি ওয়ারি বিভাগের উপ-পুলিশ কশিনার ছিলেন। তার বাড়ি নরসিংদী। তাকে আজ পুলিশ সুপার খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলী করা হয়েছে।