ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদুল হক ওরফে গন্ডারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বাহিনীটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছিলেন এমদাদুল।
২০১৩ সালের ১৭ জুলাই রাজধানীর মিরপুরের মধ্য মনিপুর এলাকায় খুন হন স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবু। তাকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠে এমদাদুল, তার অপর দুই ভাই ও আরও কয়েকজনের বিরুদ্ধে।
২০২২ সালের ৩০ মে ঢাকার বিশেষ জজ আদালত এমদাদুলকে মৃত্যুদণ্ড ও তার দুই ভাইসহ অপর তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেয়।