image

চুনারুঘাটে হামলা করে জমি দখলের চেষ্টায় অস্ত্রসহ গ্রেপ্তার -৩

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ মো: হারুনুর রশিদের উপর হামলা করে জমি দখলের সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন দাঙ্গাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন: চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের মৃত মো: আব্দুর রহমানের ছেলে কাহহার মিয়া (৫০) , মোঃ মোস্তাহিদ মিয়া (৪৪) ও কাহহার মিয়ার ছেলে মোঃ মোশাহিদ মিয়া (২৪)।

জানা যায়, একই ইউনিয়নের চাটপাড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ শুক্রবার(৬সেপ্টেম্বর) সকালে তার নিজ জমিতে কাজ করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে ভূমিখেকো কাহহার ও তার লোকজন রামদা, ফিকল,শাবুলসহ রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে প্রাণে হত্যার জন্য আক্রমন করে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রশাসনকে বিষয়টি অবগত করেন।

খবর পেয়ে সেনাবাহিনীর সার্জেন্ট মোতাবর হোসেন ও চুনারুঘাট থানার উপপরিদর্শক মোল্লা রফিকসহ যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং ঘটনাস্থল থেকে ওই তিন দাঙ্গাবাজকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান ।

চাটপাড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ জানান, কাহহার ও তার লোকজন দীর্ঘদিন ধরে তার দল আওয়ামীলীগের প্রভাবখাটিয়ে আমার উপর জুলুম অত্যাচার করে আসছে। তারা ওই এলাকার কুখ্যাত দাঙ্গাবাজ , তাদের বিরুদ্ধে কেহ কথা বলার সাহস পায়না, কাহ্হার বল প্রয়োগ করে আমার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

তিনি বলেন, তারা বিগত সরকার দলের প্রভাব খাটিয়ে মানুষ হত্যা , এলাকার নিরীহ মানুষের জমি দখল সহ মামলা হামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করে আসছিলো। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এবিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» মুরাদনগরে ঝাড়ফুঁকের নামে শিশুকে যৌন নিপীড়ন

» বাগেরহাটের মোংলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

» ‘১৭০ টাকা হারানোয়’ কিশোরীকে পিটিয়ে হত্যা, চাচা আটক

» রংপুর বিআরটিএ দুর্নীতি: জরিমানার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

» টাকার লোভে ৪ বছরের শিশুকে অপহরণ, ধর্ষণ ও হত্যা

সম্প্রতি