আলোচিত কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী গ্রেপ্তারকৃত শাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়া ‘ত্বকী হত্যায় জড়িত না’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে তাদের পরিবারের সদস্যরা।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ দাবি করেন তারা।
শিপনের স্ত্রী ফারহানা আহমেদ রিংকির দাবি, তার স্বামী আজমেরী ওসমানের বন্ধু কিন্তু তিনি এই হত্যার ঘটনার সাথে জড়িত নন।
এর আগে ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সুলতান শওকত ভ্রমর এই হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের নাম উল্লেখ করেছিলেন, তাদের মধ্যে শাফায়েত হোসেন শিপনের নামও ছিল।
সংবাদ সম্মেলনে মামুনের স্ত্রী রাফিয়া সুলতানা দাবি করেন, ‘ভ্রমর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যে মামুনের নাম বলেছিল, তার স্বামী ওই মামুন না। কেউ ভুল তথ্য দেওয়ায় র্যাব তার স্বামীকে গ্রেপ্তার করেছে।’
এক প্রশ্নের জবাবে ওসমান পরিবারের কারও সাথে তার স্বামী মামুনের কোনো সখ্যতা ছিল কিনা জানতে চাইলে, সে বিষয়টি জানেন না বলে জানান ফারহানা।
এই বিষয়ে জানতে চাইলে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ‘ত্বকী হত্যা মামলার আসামিদের দেওয়া জবানবন্দি ও পূর্ববর্তী তদন্তের সূত্র ধরেই আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা কাউকেই আসামি বলছি না, তাদের কেবল জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় যারা জড়িত আছেন বলে পাওয়া যাবে, তদন্ত শেষে কেবল তাদের নামই চার্জশিটে উল্লেখ করা হবে।’
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
আলোচিত কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী গ্রেপ্তারকৃত শাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়া ‘ত্বকী হত্যায় জড়িত না’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে তাদের পরিবারের সদস্যরা।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ দাবি করেন তারা।
শিপনের স্ত্রী ফারহানা আহমেদ রিংকির দাবি, তার স্বামী আজমেরী ওসমানের বন্ধু কিন্তু তিনি এই হত্যার ঘটনার সাথে জড়িত নন।
এর আগে ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সুলতান শওকত ভ্রমর এই হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের নাম উল্লেখ করেছিলেন, তাদের মধ্যে শাফায়েত হোসেন শিপনের নামও ছিল।
সংবাদ সম্মেলনে মামুনের স্ত্রী রাফিয়া সুলতানা দাবি করেন, ‘ভ্রমর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যে মামুনের নাম বলেছিল, তার স্বামী ওই মামুন না। কেউ ভুল তথ্য দেওয়ায় র্যাব তার স্বামীকে গ্রেপ্তার করেছে।’
এক প্রশ্নের জবাবে ওসমান পরিবারের কারও সাথে তার স্বামী মামুনের কোনো সখ্যতা ছিল কিনা জানতে চাইলে, সে বিষয়টি জানেন না বলে জানান ফারহানা।
এই বিষয়ে জানতে চাইলে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ‘ত্বকী হত্যা মামলার আসামিদের দেওয়া জবানবন্দি ও পূর্ববর্তী তদন্তের সূত্র ধরেই আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা কাউকেই আসামি বলছি না, তাদের কেবল জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় যারা জড়িত আছেন বলে পাওয়া যাবে, তদন্ত শেষে কেবল তাদের নামই চার্জশিটে উল্লেখ করা হবে।’