মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভিটিকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
আটকরা হলেন— আমিনুল ওরফে অপূর্ব (৩১), মাসুম (৪০), সাকিব (২৩), রাকিব (২৬), সাইফুল (৩০),পিকআপ ভ্যান চালক রুবেল (৩১)।
আটককৃতদের মধ্যে রুবেলের বাড়ি পিরোজপুর জেলার কাউখালি উপজেলায়। বাকি পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বলে জানা গেছে।
গজারিয়া থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি এলাকায় ঢাকামূখি লেনে পিকআপ ভ্যান দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহনে ডাকাতির চেষ্টাকালে বিষয়টি টহল পুলিশের নজরে আসে। থানা পুলিশের গাড়ি ঘটনাস্থলে গেলে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করে গজারিয়া পুলিশ।
এ সময় তাদের গাড়ি তল্লাশি করে কিছু দেশীয় অস্ত্র চাপাতি, ছোটবড় কয়েকটি চাকু, লোহার পাইপ, সুইচ গিয়ার ও একটি, স্লাইড রেঞ্জ উদ্ধার করা হয় ।
মামলার বাদী থানা পুলিশ এর উপ পরিদর্শক সুজিত সরকার জানান, মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান বলেন, এই বিষয়ে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, আমরা মহাসড়কে ডাকাত চক্রটিকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্হা নিবো ।
আন্তর্জাতিক: ট্রাম্পের সঙ্গে রোববার বৈঠকের পরিকল্পনা জেলেনস্কির
আন্তর্জাতিক: গৃহযুদ্ধ ও মানবিক বিপর্যয়ের মাঝেই মিয়ানমারে ভোট
বিজ্ঞান ও প্রযুক্তি: আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ডে পেল রবি
বিজ্ঞান ও প্রযুক্তি: ইস্টার্ন ব্যাংক ডিজিটাল এক্সিলিন্সে অ্যাওয়ার্ডস ২০২৫ জিতল নগদ
বিজ্ঞান ও প্রযুক্তি: সাইবার স্পেসে কমপ্লায়েন্স নিয়ে বিকাশের সেমিনার