সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের পাসপোর্ট নাম বদলে জালিয়াতির অভিযোগে বাতিল করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এই সিদ্ধান্ত নেয়, এর আগে ২৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছিল।
পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু জানান, তাদের প্রকৃত নাম হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফ হলেও, যথাক্রমে মোহাম্মদ হাসান ও তানভীর আহমেদ তানজীল নামে তারা পাসপোর্ট সংগ্রহ করেন। এই জালিয়াতির কারণে বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ৭(২)(খ) ধারা অনুযায়ী পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে।
হারিস আহমেদ মোহাম্মদ হাসান নামে পাসপোর্টে ৬ জুন ১৯৬৬ জন্মতারিখ দিয়ে, এবং তোফায়েল আহমেদ তানভীর আহমেদ তানজীল নামে ২৩ আগস্ট ১৯৬৭ জন্মতারিখ দিয়ে পাসপোর্ট সংগ্রহ করেন। উভয়ের পাসপোর্ট ২০২০ সালে ইস্যু করা হয় এবং মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত ছিল।
জালিয়াতি পাসপোর্টে তারা ভিন্ন পরিচয় ব্যবহার করে পিতার নাম সোলায়মান সরকার এবং মাতার নাম পরিবর্তিত করে বিভিন্ন ঠিকানা দেখান। প্রকৃতপক্ষে তাদের বাবার নাম আব্দুল ওয়াদুদ এবং মায়ের নাম রেনুজা বেগম।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হারিস ও জোসেফ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
শোক ও স্মরন: সাংবাদিক প্রশান্ত ঘোষাল মারা গেছেন
অপরাধ ও দুর্নীতি: অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
অপরাধ ও দুর্নীতি: স্ত্রী-সন্তানসহ আছাদুজ্জামান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
নগর-মহানগর: আহনাফের মৃত্যুর বিচারটা কইরেন: আদালতকে মা