নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এক স্কুলছাত্রী হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে খালাস দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
সাজাপ্রাপ্ত যুবক মোহাম্মদ হাসান (২৮) উপজেলার বরাব এলাকার ফজলুল হকের ছেলে।
মামলার নথিসূত্রে জানা যায়, নিহত প্রিয়াঙ্কা উপজেলার বরাব এলাকার হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিদ্যালয়ে যাবার পথে সাজাপ্রাপ্ত হাসান তাকে প্রায়ই বিরক্ত করতো। ২০১৭ সালের ৪ নভেম্বর বিকেলে সে নিখোঁজ হয়। পরদিন সকালে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা মহিউদ্দিন রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় পুলিশ তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে একটি অভিযোগপত্র দেয়। মামলার বিচারকার্য শেষে চারজনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এক স্কুলছাত্রী হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে খালাস দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
সাজাপ্রাপ্ত যুবক মোহাম্মদ হাসান (২৮) উপজেলার বরাব এলাকার ফজলুল হকের ছেলে।
মামলার নথিসূত্রে জানা যায়, নিহত প্রিয়াঙ্কা উপজেলার বরাব এলাকার হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিদ্যালয়ে যাবার পথে সাজাপ্রাপ্ত হাসান তাকে প্রায়ই বিরক্ত করতো। ২০১৭ সালের ৪ নভেম্বর বিকেলে সে নিখোঁজ হয়। পরদিন সকালে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা মহিউদ্দিন রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় পুলিশ তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে একটি অভিযোগপত্র দেয়। মামলার বিচারকার্য শেষে চারজনকে খালাস দেওয়া হয়েছে।