সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্টের দুই কর্মচারীকে তুলে নিয়ে ২৮ লাখ টাকা ছিনতাই করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজের সামনে থেকে তাদের তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন উল্লাপাড়া থানার ওসি রাকিবুল হাসান।
ওসি রাকিবুল জানান, পরে ওই দুই কর্মচারীকে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়। কিন্তু ছিনতাই হওয়া টাকা এখনো উদ্ধার করা যায়নি।
উদ্ধার হওয়া দুই কর্মচারী হলেন, উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)।
উল্লাপাড়া ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু বলেন, মেরাজ ও মামুন একটি ব্যাগে ২৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে টাকা দিতে যাচ্ছিলেন।
“পথে সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তায় একটি সাদা মাইক্রোবাস তাদের গতিরোধ করে। পরে পাঁচ-ছয় জন ছিনতাইকারী দুই কর্মচারীর মুখ চেপে ধরে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। মোটরসাইকেলটি ঘটনাস্থলেই পড়েছিল।”
উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. নিয়ামুল হক জানান, “ছিনতাইকারীরা ব্যাংকের দুই কর্মচারীকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার নিয়ামতপুর এলাকায় ফেলে রেখে যায়। পরে তাদের সেখান থেকে উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।”
উল্লাপাড়া থানার ওসি রাকিবুল হাসান শুক্রবার দুপুরে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করা হয়। কিন্তু ছিনতাই হওয়া টাকা এখনো উদ্ধার হয়নি। বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
উদ্ধার হওয়া দুই কর্মচারী সুস্থ আছেন। তাদের ব্যাংকের এজেন্টের জিম্মায় দেওয়া হয়েছ।
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্টের দুই কর্মচারীকে তুলে নিয়ে ২৮ লাখ টাকা ছিনতাই করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজের সামনে থেকে তাদের তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন উল্লাপাড়া থানার ওসি রাকিবুল হাসান।
ওসি রাকিবুল জানান, পরে ওই দুই কর্মচারীকে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়। কিন্তু ছিনতাই হওয়া টাকা এখনো উদ্ধার করা যায়নি।
উদ্ধার হওয়া দুই কর্মচারী হলেন, উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)।
উল্লাপাড়া ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু বলেন, মেরাজ ও মামুন একটি ব্যাগে ২৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে টাকা দিতে যাচ্ছিলেন।
“পথে সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তায় একটি সাদা মাইক্রোবাস তাদের গতিরোধ করে। পরে পাঁচ-ছয় জন ছিনতাইকারী দুই কর্মচারীর মুখ চেপে ধরে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। মোটরসাইকেলটি ঘটনাস্থলেই পড়েছিল।”
উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. নিয়ামুল হক জানান, “ছিনতাইকারীরা ব্যাংকের দুই কর্মচারীকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার নিয়ামতপুর এলাকায় ফেলে রেখে যায়। পরে তাদের সেখান থেকে উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।”
উল্লাপাড়া থানার ওসি রাকিবুল হাসান শুক্রবার দুপুরে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করা হয়। কিন্তু ছিনতাই হওয়া টাকা এখনো উদ্ধার হয়নি। বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
উদ্ধার হওয়া দুই কর্মচারী সুস্থ আছেন। তাদের ব্যাংকের এজেন্টের জিম্মায় দেওয়া হয়েছ।