মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দিনেদুপুরে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে রাসেল খা (৩০) নামের এক ব্যক্তির অটোরিকশা ছিনতাই হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার ষোলঘর এলাকা থেকে অটোরিকশাটি ছিনতাই হয়।এসময় অচেতন অবস্থায় অটো চালককে স্থানীয়রা উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী রাসেল খা উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাজ উত্তর নলটেক গ্রামের বাসিন্দা আইয়ুব আলী খার ছেলে।
খবর পেয়ে রাসেলের মা রহিমা বেগম শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, প্রতিবেশীর কাছ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতো তার ছেলে রাসেল। আজ তার অটোরিকশাটি ছিনতাই হয়েছে। প্রায় ১লক্ষ টাকা মূল্যের অটোরিকশার জরিমানা দিতে হবে তাদের আবার তার ছেলেরও শারিরীক অবস্থা ভালোনা।
অটোচালক রাসেল জানান, তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এর বাইরে তার আর কোন কথা মনে নেই।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা: শারমিন জানান,অচেতন অবস্থায় অটো চালক রাসেল কে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়েছে।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই মাফরোজা খানম জানান, এঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দিনেদুপুরে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে রাসেল খা (৩০) নামের এক ব্যক্তির অটোরিকশা ছিনতাই হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার ষোলঘর এলাকা থেকে অটোরিকশাটি ছিনতাই হয়।এসময় অচেতন অবস্থায় অটো চালককে স্থানীয়রা উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী রাসেল খা উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাজ উত্তর নলটেক গ্রামের বাসিন্দা আইয়ুব আলী খার ছেলে।
খবর পেয়ে রাসেলের মা রহিমা বেগম শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, প্রতিবেশীর কাছ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতো তার ছেলে রাসেল। আজ তার অটোরিকশাটি ছিনতাই হয়েছে। প্রায় ১লক্ষ টাকা মূল্যের অটোরিকশার জরিমানা দিতে হবে তাদের আবার তার ছেলেরও শারিরীক অবস্থা ভালোনা।
অটোচালক রাসেল জানান, তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এর বাইরে তার আর কোন কথা মনে নেই।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা: শারমিন জানান,অচেতন অবস্থায় অটো চালক রাসেল কে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়েছে।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই মাফরোজা খানম জানান, এঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।