রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় ২৫ লাখ টাকার সমমূল্যের ব্রিটিশ পাউন্ড ও ইউরো জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
বুধবার (৫ মার্চ) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৭ ফ্লাইটের এক যাত্রী চেক-ইন রো-সিতে নিরাপত্তা তল্লাশির সময় সন্দেহের মুখে পড়েন। স্ক্যানিং মেশিনে তার ব্যাগে কাগজের মতো কিছু দেখতে পান দায়িত্বরত স্ক্যানার কর্পোরাল নাইমুর রহমান।
পরবর্তীতে এভসেক সদস্য, কাস্টমস কর্মকর্তা ও এয়ারলাইন্স প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যাগটি খুলে তল্লাশি করা হয়। এতে কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৩৭০ ব্রিটিশ পাউন্ড ও ১৭ হাজার ৯৫০ ইউরো পাওয়া যায়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ ২৭ হাজার ৯৮২ টাকা।
জব্দ করা বৈদেশিক মুদ্রা ঢাকা কাস্টমস হাউজে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত যাত্রীকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার, ০৫ মার্চ ২০২৫
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় ২৫ লাখ টাকার সমমূল্যের ব্রিটিশ পাউন্ড ও ইউরো জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
বুধবার (৫ মার্চ) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৭ ফ্লাইটের এক যাত্রী চেক-ইন রো-সিতে নিরাপত্তা তল্লাশির সময় সন্দেহের মুখে পড়েন। স্ক্যানিং মেশিনে তার ব্যাগে কাগজের মতো কিছু দেখতে পান দায়িত্বরত স্ক্যানার কর্পোরাল নাইমুর রহমান।
পরবর্তীতে এভসেক সদস্য, কাস্টমস কর্মকর্তা ও এয়ারলাইন্স প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যাগটি খুলে তল্লাশি করা হয়। এতে কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৩৭০ ব্রিটিশ পাউন্ড ও ১৭ হাজার ৯৫০ ইউরো পাওয়া যায়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ ২৭ হাজার ৯৮২ টাকা।
জব্দ করা বৈদেশিক মুদ্রা ঢাকা কাস্টমস হাউজে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত যাত্রীকে আটক করা সম্ভব হয়নি।