ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মজলিশপুর এলাকায় সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অভিযানে আনুমানিক ১ কোটি ৫৩ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। আজ ভোরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বাজি,স্ক্রীন সাইন ক্রীম, প্লাস্টিকের বয়াম, বিভিন্ন প্রকার চশমা, উন্নত মানের শাড়ি এবং থ্রি-পিস সহ বিভিন্ন মালামাল ।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মজলিশপুর এলাকায় সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অভিযানে আনুমানিক ১ কোটি ৫৩ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। আজ ভোরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বাজি,স্ক্রীন সাইন ক্রীম, প্লাস্টিকের বয়াম, বিভিন্ন প্রকার চশমা, উন্নত মানের শাড়ি এবং থ্রি-পিস সহ বিভিন্ন মালামাল ।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।