ডাকাতি ছিনতাইয়ে অতিষ্ট হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে ছিনতাইকারীর বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে ৮ গ্রামের ভূক্তভোগী হাজারো মানুষ। গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ৮ গ্রামবাসী একত্রিত হয়ে দমদমা গ্রামে জাহিদ ও মেহেদী নামে দুই ছিনতাইকারীর বাড়িতে এই হামলা চালায়।স্থানীয়রা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের জাকির হোসেন জিকুর বড় ছেলে ও সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের ভিপি দাবিদার জাহিদ হাসান নিলয় এবং তার ছোট ছেলে মেহেদী হাসান দীর্ঘদিন যাবত মোগরাপাড়া ও আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিল। তারা দমদমা কালা দরগা রোড, দমদমা ব্রিজ, বড় সাদীপুর, ষোলপাড়া আমতলা, লেবুছড়া, কাবিলগঞ্জসহ বিভিন্ন এলাকায় তাদের বাহিনী নিয়ে পথচারী ও ভাড়াটিয়াদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে নেয়। প্রতিদিন গড়ে ৫-১০ টি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও অধিকাংশ ভুক্তভোগী ভাড়াটিয়া হওয়ায় থানায় অভিযোগ করতে সাহস পায়না। একই কারণে এলাকায় ভাড়াটিয়ারা কমে যাচ্ছে এবং বাড়ির মালিকরাও বিপাকে পড়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ষোলপাড়া আমতলা এলাকায় আরশাদ স্বর্ণকারের ভাড়াটিয়া শাহিনের এক আত্মীয় ছিনতাইয়ের শিকার হন। তার কাছ থেকে ৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। শাহিন বিষয়টি জানতে পেরে জাহিদ ও মেহেদীর বাবা জাকির হোসেন জিকুর কাছে বিচার চাইলে উল্টো তাকে চর থাপ্পর মারে। পরে রাতে ষোলপাড়া মসজিদে তারাবী নামাজ শেষে শাহীন বিষয়টি মুসল্লীদের জানায়। ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেয়। এসময় দমদমা, কালাদরগা, দলদার, বড় সাদীপুর, বিশেষখানা, ষোলপাড়া আমতলা, লেবুছড়াসহ ৮ গ্রামের প্রায় দেড় হাজার মানুষ একত্রিত হয়ে জাহিদ ও মেহেদীর বাড়ির দিকে এগিয়ে যায়। এসময় জাহিদের এক আত্মীয় রাম দা হাতে এলাকাবাসীর দিকে তেড়ে এলে উত্তেজিত জনতা বাড়িতে হামলা ও ভাংচুর করে। এদিকে জাহিদ ও মেহেদীর ছিনতাই কর্মকা-ে সহযোগিতার অভিযোগে জাকিরের বড় ভাই দমদমা গ্রাম প্রধান সৈয়দ হোসেনের বাড়িতেও হামলা চালানো হয়। তবে হামলার সময় অভিযুক্ত দুই ছিনতাকারী বাড়িতে ছিলনা বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহিদ ও মেহেদীকে গ্রেফতারের আশ্বাস দিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম এ বারী জানান, এলাকায় ডাকাত পড়েছে মাইকে এমন ঘোষণার খবরে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পরে অভিযুক্ত ছিনতাইকারীদের গ্রেফতারে আশ্বাস দিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীদের শান্ত করা হয়। অভিযুক্তদের গ্রেফতারে ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালানো শুরু হয়েছে।
শনিবার, ০৮ মার্চ ২০২৫
ডাকাতি ছিনতাইয়ে অতিষ্ট হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে ছিনতাইকারীর বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে ৮ গ্রামের ভূক্তভোগী হাজারো মানুষ। গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ৮ গ্রামবাসী একত্রিত হয়ে দমদমা গ্রামে জাহিদ ও মেহেদী নামে দুই ছিনতাইকারীর বাড়িতে এই হামলা চালায়।স্থানীয়রা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের জাকির হোসেন জিকুর বড় ছেলে ও সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের ভিপি দাবিদার জাহিদ হাসান নিলয় এবং তার ছোট ছেলে মেহেদী হাসান দীর্ঘদিন যাবত মোগরাপাড়া ও আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিল। তারা দমদমা কালা দরগা রোড, দমদমা ব্রিজ, বড় সাদীপুর, ষোলপাড়া আমতলা, লেবুছড়া, কাবিলগঞ্জসহ বিভিন্ন এলাকায় তাদের বাহিনী নিয়ে পথচারী ও ভাড়াটিয়াদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে নেয়। প্রতিদিন গড়ে ৫-১০ টি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও অধিকাংশ ভুক্তভোগী ভাড়াটিয়া হওয়ায় থানায় অভিযোগ করতে সাহস পায়না। একই কারণে এলাকায় ভাড়াটিয়ারা কমে যাচ্ছে এবং বাড়ির মালিকরাও বিপাকে পড়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ষোলপাড়া আমতলা এলাকায় আরশাদ স্বর্ণকারের ভাড়াটিয়া শাহিনের এক আত্মীয় ছিনতাইয়ের শিকার হন। তার কাছ থেকে ৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। শাহিন বিষয়টি জানতে পেরে জাহিদ ও মেহেদীর বাবা জাকির হোসেন জিকুর কাছে বিচার চাইলে উল্টো তাকে চর থাপ্পর মারে। পরে রাতে ষোলপাড়া মসজিদে তারাবী নামাজ শেষে শাহীন বিষয়টি মুসল্লীদের জানায়। ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেয়। এসময় দমদমা, কালাদরগা, দলদার, বড় সাদীপুর, বিশেষখানা, ষোলপাড়া আমতলা, লেবুছড়াসহ ৮ গ্রামের প্রায় দেড় হাজার মানুষ একত্রিত হয়ে জাহিদ ও মেহেদীর বাড়ির দিকে এগিয়ে যায়। এসময় জাহিদের এক আত্মীয় রাম দা হাতে এলাকাবাসীর দিকে তেড়ে এলে উত্তেজিত জনতা বাড়িতে হামলা ও ভাংচুর করে। এদিকে জাহিদ ও মেহেদীর ছিনতাই কর্মকা-ে সহযোগিতার অভিযোগে জাকিরের বড় ভাই দমদমা গ্রাম প্রধান সৈয়দ হোসেনের বাড়িতেও হামলা চালানো হয়। তবে হামলার সময় অভিযুক্ত দুই ছিনতাকারী বাড়িতে ছিলনা বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহিদ ও মেহেদীকে গ্রেফতারের আশ্বাস দিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম এ বারী জানান, এলাকায় ডাকাত পড়েছে মাইকে এমন ঘোষণার খবরে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পরে অভিযুক্ত ছিনতাইকারীদের গ্রেফতারে আশ্বাস দিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীদের শান্ত করা হয়। অভিযুক্তদের গ্রেফতারে ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালানো শুরু হয়েছে।