ফরিদপুরে সালথায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার মামলায় তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে রবিবার (৯ মার্চ) ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন থানার তদন্ত ওসি মারুফ হাসান রাসেল।
আটককৃতরা হলেন,ফুকরা গ্রামের মৃত করিম শিকদারের ছেলে আওয়াল শিকদার, ছরোয়ার শিকদারের ছেলে ফরিদ শিকদার ও বাচ্চু মাতুব্বারের ছেলে সাকিব মাতুব্বার।
পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার বিকালে সালথা থানা পুলিশের একটি টিম উপজেলার সোনারপুর ইউনিয়নের ফুকরা এলাকায় ওয়ারেন্টের আসামী গ্রেপ্তার করতে গেলে আসামীর পরিবার ও তার সহযোগিরা পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নিয়ে যায়। এতে চার পুলিশ আহত হয়। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, শনিবার ফুকরা গ্রামে একটি পুলিশ টিম ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নিয়ে যায়। এসময় একজন এসআই, একজন এএসআই ও পুলিশ সদস্যসহ ৪জন আহত হয়। এঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে ৩জন আসামীকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রোববার, ০৯ মার্চ ২০২৫
ফরিদপুরে সালথায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার মামলায় তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে রবিবার (৯ মার্চ) ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন থানার তদন্ত ওসি মারুফ হাসান রাসেল।
আটককৃতরা হলেন,ফুকরা গ্রামের মৃত করিম শিকদারের ছেলে আওয়াল শিকদার, ছরোয়ার শিকদারের ছেলে ফরিদ শিকদার ও বাচ্চু মাতুব্বারের ছেলে সাকিব মাতুব্বার।
পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার বিকালে সালথা থানা পুলিশের একটি টিম উপজেলার সোনারপুর ইউনিয়নের ফুকরা এলাকায় ওয়ারেন্টের আসামী গ্রেপ্তার করতে গেলে আসামীর পরিবার ও তার সহযোগিরা পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নিয়ে যায়। এতে চার পুলিশ আহত হয়। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, শনিবার ফুকরা গ্রামে একটি পুলিশ টিম ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নিয়ে যায়। এসময় একজন এসআই, একজন এএসআই ও পুলিশ সদস্যসহ ৪জন আহত হয়। এঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে ৩জন আসামীকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।