বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় পি.এন্ড. পি জুস ফ্যাক্টরিতে মেয়াদ উর্ত্তীণ ফুডগ্রেড ব্যবহার করায় আড়াই লাখ টাকা জরিমানা ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রবিবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের যৌথ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্যের জেলা কর্মকর্তা মোহাম্মদ রাসেল। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, বাঘোপাড়া এলাকায় পি এন্ড পি জুস ফ্যাক্টরিতে মেয়াদ উত্তীর্ণ ফুডগ্রেড কেমিক্যাল ব্যবহার করছিল। যা স্বাস্থ্যের জন্য পুরোপুরি ক্ষতিকর। এই অভিযোগে ওই ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আড়াই লাখ জরিমানা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
রোববার, ০৯ মার্চ ২০২৫
বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় পি.এন্ড. পি জুস ফ্যাক্টরিতে মেয়াদ উর্ত্তীণ ফুডগ্রেড ব্যবহার করায় আড়াই লাখ টাকা জরিমানা ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রবিবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের যৌথ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্যের জেলা কর্মকর্তা মোহাম্মদ রাসেল। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, বাঘোপাড়া এলাকায় পি এন্ড পি জুস ফ্যাক্টরিতে মেয়াদ উত্তীর্ণ ফুডগ্রেড কেমিক্যাল ব্যবহার করছিল। যা স্বাস্থ্যের জন্য পুরোপুরি ক্ষতিকর। এই অভিযোগে ওই ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আড়াই লাখ জরিমানা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।