গত বছরের আগস্টে খুলনায় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ১২১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন আহত ভিকটিম নাঈম শিকদার। মঙ্গলবার ট্রাইব্যুনালের কৌঁসুলি গাজী মোনাওয়ার হোসাইন তামিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত নাঈম শিকদার গুলিবিদ্ধ হন। তার শরীরে এখনো ৪০০টির বেশি গুলি রয়েছে। ৪ আগস্ট তিনি গুরুতর আহত হন, এবং তার পিঠের একটি বড় গুলি স্থানীয় এক চিকিৎসক এনেস্থেশিয়া ছাড়াই বের করেন।
এ মামলায় বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারসহ মোট ১২১ জনকে আসামি করা হয়েছে।
এদিকে জুলাইয়ে চানখাঁরপুল গণহত্যার ঘটনায় ওয়ারেন্টভুক্ত কনস্টেবল নাসিরুলকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করেছে। পরে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। চানখাঁরপুলে শাহরিয়ার খান আনাসসহ ৭ জনকে গুলি করে হত্যার ঘটনায় নাসিরুলের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।
এছাড়া সাভারে আসহাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে ১৮ মে।
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
গত বছরের আগস্টে খুলনায় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ১২১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন আহত ভিকটিম নাঈম শিকদার। মঙ্গলবার ট্রাইব্যুনালের কৌঁসুলি গাজী মোনাওয়ার হোসাইন তামিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত নাঈম শিকদার গুলিবিদ্ধ হন। তার শরীরে এখনো ৪০০টির বেশি গুলি রয়েছে। ৪ আগস্ট তিনি গুরুতর আহত হন, এবং তার পিঠের একটি বড় গুলি স্থানীয় এক চিকিৎসক এনেস্থেশিয়া ছাড়াই বের করেন।
এ মামলায় বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারসহ মোট ১২১ জনকে আসামি করা হয়েছে।
এদিকে জুলাইয়ে চানখাঁরপুল গণহত্যার ঘটনায় ওয়ারেন্টভুক্ত কনস্টেবল নাসিরুলকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করেছে। পরে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। চানখাঁরপুলে শাহরিয়ার খান আনাসসহ ৭ জনকে গুলি করে হত্যার ঘটনায় নাসিরুলের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।
এছাড়া সাভারে আসহাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে ১৮ মে।