এবার সিলেটে এক নারী ও শিশুসহ দুজনকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট নগরী ও জেলার বিশ্বনাথে পৃথক এই দুই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মহানগরের বিমানবন্দর থানার ছড়াগাঙ এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে।
ওই নারী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান বলেন, ভুক্তভোগী নারীর কাছ থেকে মৌখিকভাবে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার সত্যতা জানতে তদন্তে নেমেছে। একক, নাকি দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটাও পুলিশ জানার চেষ্টা করছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি নগরের শাহপরান থানা এলাকায়।
এদিকে জেলার বিশ্বনাথে খেলাধুলা করার সময় টাকা দিয়ে এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই অভিযোগে মোবাশ্বির আলী (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মোবাশ্বির উপজেলার হিমিদপুর গ্রামের মৃত মজমিল আলীর ছেলে। আজ বুধবার বিকেল তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
ভিকটিম ঐ শিশুকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা