image

পীরগজ্ঞে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ গনমাধ্যম কর্মী অধ্যক্ষের লোকজনের হামরার শিকার

বুধবার, ১২ মার্চ ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

রংপুরের পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল হাসান যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে । এসব অনিয়ম-দূর্নীতির অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে তিন সংবাদকর্মী ওই প্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখতে পায়, প্রশিক্ষণে ব্যবহারিত গাড়ীটি পিছন থেকে ঠেলে গ্যারেজে তুলছে প্রশিক্ষার্থীরা। এমন ভিডিও চিত্র ধারণ করতে গেলে বাঁধা দেয় প্রতিষ্ঠানটির বাঁধন,সোহাগ,মান্নান ও শাহজাহান নামের চার অতিথি প্রশিক্ষক। পরে ওই তিন সংবাদকর্মীকে রুমে আটক রেখে তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে সব ভিডিও ডিলিট করে দেয় তারা। পরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের মোবাইল ফোনের নির্দেশে মোটর ড্রাইভিং প্রশিক্ষক বাঁধন, মান্নান, গ্রাফিক্স ট্রেডের সোহাগ ও শাহজাহানের নেতৃত্বে ওই তিন সংবাদকর্মীদের উপর হামলা চালানো হয়।

পরে আহত তিন সংবাদকর্মীকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ওই তিন সংবাদকর্মীরা হলেন দেশ রুপান্তর পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক গণকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রতন মিয়া ও একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান।

সংবাদকর্মীদের উপর হামলার ঘটনায় রংপুর রির্পোটার্স ক্লাবের সভাপতি সাইদ আজিজ সাধারন সম্পাদক মাযহারুল মান্নান রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক সাধারন সম্পাদক মাযহারুল মান্নান, পীরগঞ্জ প্রেসক্লাবসহ গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানানো হয়েছে।

এ ব্যাপারে পীরগজ্ঞ থানার ওসি এম এ রফিকের সাথে রাত ১০ টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যাবস্থা নেয়া হবে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি