সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি গাড়ি অবৈধভাবে ব্যবহার করে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া গেছে। গাড়িটি কি করে জকিগঞ্জ থেকে সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাক্কাতুরা চা বাগান এলাকায় পাওয়া গেলো তা নিয়েও প্রশ্ন উঠেছে।
গত ১০ মার্চ স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে এ বিষয়ে অভিযোগ জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইজাদুর রহমান চৌধুরী মিলন।
সচিব বরাবরে লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আগস্ট মাসের সম্পূর্ণ বেআইনিভাবে উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করে উপজেলা নির্বাহী অফিসার কে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। সেই সঙ্গে উপজেলার চেয়ারম্যানদের ব্যবহৃত সরকারি গাড়িটি স্ব স্ব উপজেলার গ্যারেজে রাখার জন্য ড্রাইভারদেরকে নির্দেশনা দেয়া হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার অপসারণ কৃত সরকারি গাড়িটি (সিলেট- ঘ ১১-০৩১৬) গত ২ মার্চ সিলেটের লাক্কাতুরা এলাকায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। প্রশ্ন উঠেছে, জকিগঞ্জ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরত্ব সিলেটে গাড়িটি কে কিভাবে নিয়ে আসলো, বা কে ব্যবহার করলো!
চেয়ারম্যান ইজাদুর রহমান চৌধুরী মিলন বিষয়টি একটি তদন্ত কমিটি গঠন করে ব্যবহারকারী ব্যক্তির বিরুদ্ধে আইনানব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি গাড়ি অবৈধভাবে ব্যবহার করে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া গেছে। গাড়িটি কি করে জকিগঞ্জ থেকে সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাক্কাতুরা চা বাগান এলাকায় পাওয়া গেলো তা নিয়েও প্রশ্ন উঠেছে।
গত ১০ মার্চ স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে এ বিষয়ে অভিযোগ জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইজাদুর রহমান চৌধুরী মিলন।
সচিব বরাবরে লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আগস্ট মাসের সম্পূর্ণ বেআইনিভাবে উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করে উপজেলা নির্বাহী অফিসার কে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। সেই সঙ্গে উপজেলার চেয়ারম্যানদের ব্যবহৃত সরকারি গাড়িটি স্ব স্ব উপজেলার গ্যারেজে রাখার জন্য ড্রাইভারদেরকে নির্দেশনা দেয়া হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার অপসারণ কৃত সরকারি গাড়িটি (সিলেট- ঘ ১১-০৩১৬) গত ২ মার্চ সিলেটের লাক্কাতুরা এলাকায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। প্রশ্ন উঠেছে, জকিগঞ্জ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরত্ব সিলেটে গাড়িটি কে কিভাবে নিয়ে আসলো, বা কে ব্যবহার করলো!
চেয়ারম্যান ইজাদুর রহমান চৌধুরী মিলন বিষয়টি একটি তদন্ত কমিটি গঠন করে ব্যবহারকারী ব্যক্তির বিরুদ্ধে আইনানব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।