সখীপুরে পর্নোগ্রাফি মামলায় আসামী ইয়াবাসহ গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল):

টাঙ্গাইলের সখীপুরে পর্নোগ্রাফি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রেজোয়ানুল ইসলাম প্রিন্সকে (৩০) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের উপজেলা ডাকবাংলোর সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রিন্স পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে। প্রিন্সের কাছ থেকে ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) লিভাস এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য উদ্ধার অভিযানে রেজোয়ানুল ইসলাম প্রিন্স নামের ওই যুবককে ২৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রিন্সের নামে আগেই পর্নোগ্রাফি মামলায় ওয়ারেন্ট ছিল।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, মাদক উদ্ধারের ঘটনায় এসআই লিভাস বাদী হয়ে মামলা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে প্রিন্সকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি