নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দিবা এন্টারপ্রাইজ নামের একটি কোম্পানীর ব্যবস্থাপককে অস্ত্রের মুখে জিম্মি করে হাতকড়া পড়িয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১ কোটি ১০ লাখ টাকা লুটে নিয়ে গেছে আন্তঃজেলা ডাকাত দল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় শনিবার দুপুরে ডাকাতির এই ঘটনা ঘটে। মহাসড়কে দূর্ধর্ষ এই ডাকাতির ঘটনা ঘটলেও তদন্তের আগেই পুলিশ বলছে ঘটনাটি রহসজনক।
জানা গেছে, রাজধানী ঢাকার ভাটারা এলাকার দিবা এন্টারপ্রাইজ নামক একটি কোম্পানীর ব্যবস্থাপক নাজিম উদ্দিন ও তার সাথে থাকা মাইক্রোবাসের চালক মামুন শেখ গত শনিবার মতিঝিল সিটি ব্যাংকের কর্পোরেট শাখা থেকে ১ কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে চাঁদপুর শাখায় যাচ্ছিলেন। তাদের মাইক্রোবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলাধীন দড়িকান্দি এলাকা অতিক্রমকালে একটি সিলভার রঙের এক্সজিও ফিল্ডার গাড়িতে আসা ৬ জনের একটি দল তাদের গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি তল্লাশির কথা বলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে নাজিম উদ্দিন ও চালক মামুনকে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয়।
পরবর্তিতে ডাকাতরা আটককৃতদের বিভিন্ন স্থানে ঘুড়িয়ে অপরিচিত একটি এলাকায় নামিয়ে দেয় এবং গাড়িতে থাকা দুটি ব্যাগ ভর্তি নগদ ১ কোটি ১০ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। ভুক্তভোগী নাজিম উদ্দিন জানান, “আমাদের কোম্পানিতে বিকাশের মাধ্যমে লেনদেন হয়, যা শুধু সিটি ব্যাংকই করে। মালিক দেশের বাইরে থাকায় ওনার সই করা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে। এই ঘটনায় সোনারগাঁ থানায় একট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ঘটনাস্থলে ক্লোজ সার্কিট ক্যামেরা না থাকার বাহানা ও ঘটনার পূর্ণ তদন্ত না করেই সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, অভিযোগের বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। যেখান থেকে তাদের তুলে নেয়া হয়েছে বলা হচ্ছে সেই ঘটনাস্থলে কোন সিসিটিভি না থাকায় ঘটনার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে প্রযুক্তির সহায়তায় আমরা তদন্তের চেষ্টা করছি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খÑসার্কেল) আসিফ ইমাম জানান, আমি ঘটনার কথা শুনেছি। তবে আমি ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছি না। বিষয়টির খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
রোববার, ১৬ মার্চ ২০২৫
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দিবা এন্টারপ্রাইজ নামের একটি কোম্পানীর ব্যবস্থাপককে অস্ত্রের মুখে জিম্মি করে হাতকড়া পড়িয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১ কোটি ১০ লাখ টাকা লুটে নিয়ে গেছে আন্তঃজেলা ডাকাত দল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় শনিবার দুপুরে ডাকাতির এই ঘটনা ঘটে। মহাসড়কে দূর্ধর্ষ এই ডাকাতির ঘটনা ঘটলেও তদন্তের আগেই পুলিশ বলছে ঘটনাটি রহসজনক।
জানা গেছে, রাজধানী ঢাকার ভাটারা এলাকার দিবা এন্টারপ্রাইজ নামক একটি কোম্পানীর ব্যবস্থাপক নাজিম উদ্দিন ও তার সাথে থাকা মাইক্রোবাসের চালক মামুন শেখ গত শনিবার মতিঝিল সিটি ব্যাংকের কর্পোরেট শাখা থেকে ১ কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে চাঁদপুর শাখায় যাচ্ছিলেন। তাদের মাইক্রোবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলাধীন দড়িকান্দি এলাকা অতিক্রমকালে একটি সিলভার রঙের এক্সজিও ফিল্ডার গাড়িতে আসা ৬ জনের একটি দল তাদের গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি তল্লাশির কথা বলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে নাজিম উদ্দিন ও চালক মামুনকে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয়।
পরবর্তিতে ডাকাতরা আটককৃতদের বিভিন্ন স্থানে ঘুড়িয়ে অপরিচিত একটি এলাকায় নামিয়ে দেয় এবং গাড়িতে থাকা দুটি ব্যাগ ভর্তি নগদ ১ কোটি ১০ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। ভুক্তভোগী নাজিম উদ্দিন জানান, “আমাদের কোম্পানিতে বিকাশের মাধ্যমে লেনদেন হয়, যা শুধু সিটি ব্যাংকই করে। মালিক দেশের বাইরে থাকায় ওনার সই করা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে। এই ঘটনায় সোনারগাঁ থানায় একট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ঘটনাস্থলে ক্লোজ সার্কিট ক্যামেরা না থাকার বাহানা ও ঘটনার পূর্ণ তদন্ত না করেই সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, অভিযোগের বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। যেখান থেকে তাদের তুলে নেয়া হয়েছে বলা হচ্ছে সেই ঘটনাস্থলে কোন সিসিটিভি না থাকায় ঘটনার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে প্রযুক্তির সহায়তায় আমরা তদন্তের চেষ্টা করছি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খÑসার্কেল) আসিফ ইমাম জানান, আমি ঘটনার কথা শুনেছি। তবে আমি ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছি না। বিষয়টির খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।