শরীয়তপুর আইনজীবী সমিতির ঘুষ বিতর্ক, আদালতে অভিযোগ বাক্স স্থাপন

শরীয়তপুর আইনজীবী সমিতির ঘুষ বিতর্ক, আদালতে অভিযোগ বাক্স স্থাপন

সোমবার, ১৭ মার্চ ২০২৫
প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুর জেলা আদালতে কর্মচারীদের ঘুষ ও ফি নির্ধারণ নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষিতে দুর্নীতি ও অনিয়ম রোধে অভিযোগ বাক্স স্থাপন করেছে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আদালতের বিভিন্ন শাখায় ঘুষ নেওয়া এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার(১৭ মার্চ) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল বাশার মিঞা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের সামনে এই অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। পাশাপাশি মুঠোফোন, হোয়াটসঅ্যাপ (01778842949) এবং ইমেইলে অভিযোগ জানানোর সুযোগ রাখা হয়েছে।

সাম্প্রতিক সময়ে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির এক সভায় আদালতের পেশকার, পিয়ন ও কোর্ট পুলিশের জন্য ঘুষের নির্ধারিত হার ঠিক করার সিদ্ধান্তে বিতর্কের সৃষ্টি হলে, আদালত ঘুষ ও দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেছে।

শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা সামছুল হক সরকার বিজ্ঞপ্তি জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

সামছুল হক সরকার জানান, "আদালতের কোনো কর্মচারী ঘুষ বা দুর্নীতির সঙ্গে জড়িত নন। বরং আইনজীবী সমিতি তাদের বদনাম করার জন্য বিভিন্ন ফি নির্ধারণ করেছে। তিনি বলেন, "আমরা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতিতে আছি। আদালতের কর্মচারীদের নাম ব্যবহার করে কেউ বিচারপ্রার্থীদের হয়রানি করতে পারে। তাই এসব অভিযোগ গ্রহণ করতে এবং প্রতিরোধে ব্যবস্থা নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের জন্য অভিযোগ জানানোর সুবিধার্থে আদালতের দেয়ালে স্থাপিত অভিযোগ বাক্স ব্যবহার করতে বা নির্ধারিত নম্বরে ফোন, হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে অভিযোগ জানাতে বলা হয়েছে। কেউ ঘুষ গ্রহণ বা প্রদানের ঘটনা প্রত্যক্ষ করলে তার ভিডিও, অডিও, ছবি বা অন্য কোনো প্রমাণসহ অভিযোগ জানাতে বলা হয়েছে। প্রতিটি অভিযোগ তাৎক্ষণিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আদালতের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গত ৬ মার্চ শরীয়তপুর আইনজীবী সমিতির এক সভায় আদালতের পেশকার, পিয়ন ও কোর্ট পুলিশের জন্য ঘুষের নির্ধারিত হার ঠিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিষয়টি সামনে আসার পর আদালত ঘুষ ও দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়।

বিতর্কের সূত্রপাত হওয়া ওই সভার কার্যবিবরণী আদালতের কর্মচারী, আইনজীবী ও তাদের সহকারীদের কাছে পাঠানো হয়, যা পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ১৬ মার্চ শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম কাশেম এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল হাসানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল বাশার মিঞার স্বাক্ষরিত ওই নোটিশে আইনজীবী সমিতির এই সিদ্ধান্তের ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আইনজীবী সমিতির এ সিদ্ধান্ত ও আদালতের নেওয়া পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সাধারণ জনগণ এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক

» ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা

» ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০

» মাগুরায় প্রতিবন্ধী ছেলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

» ‘চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি’

» সাদা পাথর লুট: বিএনপি নেতাসহ কয়েকজনের সম্পদের খোঁজে দুদক

» ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

» ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

» ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন

» আক্কেলপুরে যৌননিপীড়নের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত

» অনলাইনে বিনিয়োগের ফাঁদ, কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেপ্তার

» জালিয়াতি করে নিয়োগ পাওয়া বেরোবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

» আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘ধর্ষণ’: সহপাঠীসহ তিনজন রিমান্ডে

» বিচার ও রায় নিয়ে টিউলিপের প্রশ্নের জবাবে যা বললেন দুদক চেয়ারম্যান

» ‘পরকীয়ার জেরে’ খুন হন বাউল শিল্পীর স্বামী, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

» ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীর তিন মাসের কারাদণ্ড

» গৃহবধূর বস্তাবন্দী লাশ: ‘দোষ স্বীকার করে’ জবানবন্দির পর স্বামী ও দেবর কারাগারে

» বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

» অভ্যুত্থানের ১০৬ মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

» সিলেটে যুবককে অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও কল: মুক্তিপণ দাবি