ঈদকে সামনে রেখে জাল টাকার ছড়াছড়ি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান জানিয়েছেন, রমজানের ঈদকে সামনে রেখে সংঘবদ্ধ প্রতারক চক্র জাল নোট তৈরী বিক্রি শুরু করছে। এমন খবরের ভিত্তিতে গত রোববার রাতে রাজধানীর ওয়ারি এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার জাল নোট ও ৭৭ হাজার ১শ টাকার ভারতীয় রুপির জাল নোট ও সরঞ্জাম উদ্ধার করছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো, সাইদুর রহমান ও মেহেদী হাসান।
ডিবির কর্মকর্তা জানান,গোপন খবরের ভিত্তিতে পুরনো ঢাকার আর কে মিশন রোডের ৮ নং গলির একটি ভবনের ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে ডিবি উত্তর বিভাগের টিম অভিযান চালাতে যান। অভিযানের সময় জাল নোট ব্যবসায়ী সাইদুর রহমান ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। অন্যজন পালিয়ে গেছে।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে এক হাজার ও ৫শ টাকা মূল্যের মোট ৩৮ লাখ ৫২ হাজার ৬শ টাকার জাল নোট,৭৭ হাজার ১শ ভারতীয় রুপির জাল নোট,একটি সিপিইউ,একটি মনিটর,জাল নৈাট তৈরীতে ব্যবহ্নত প্রিণ্টারের আটটি অব্যবহ্নত কালির কোটা, ১শ পিস ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ওয়ারি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডিবির কাছে স্বীকার করে বলেছে, গ্রেপ্তারকৃতরা অবৈধ ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দেশী ও বিদেশী জাল নোট তৈরী করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করত।
তারা আসন্ন ঈদকে সামনে রেখে বিপুল পরিমান জাল নোট তৈরী করে সেগুলো সরবরাহ করার জন্য তাদের হেফাজতে রেখেছিল। বলে ডিবির কাছে স্বীকার করেছে বলে ডিবি দাবি করছেন।
এর আগেও আইন শৃঙ্খলা বাহিনীর টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাল নোট উদ্ধার করছে। একের পর অভিযানে টাকা উদ্ধার হলেও জালিয়াত চক্র এখনো সক্রিয় রয়েছে। তারা অভিজাত ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে এখন জাল টাকা তৈরী করছে। ডিবির টিম পলাতক জাল নোট তৈরীকারি চক্রকে ধরতে অভিযানে নেমেছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ঈদকে সামনে রেখে জাল টাকার ছড়াছড়ি
সোমবার, ১৭ মার্চ ২০২৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান জানিয়েছেন, রমজানের ঈদকে সামনে রেখে সংঘবদ্ধ প্রতারক চক্র জাল নোট তৈরী বিক্রি শুরু করছে। এমন খবরের ভিত্তিতে গত রোববার রাতে রাজধানীর ওয়ারি এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার জাল নোট ও ৭৭ হাজার ১শ টাকার ভারতীয় রুপির জাল নোট ও সরঞ্জাম উদ্ধার করছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো, সাইদুর রহমান ও মেহেদী হাসান।
ডিবির কর্মকর্তা জানান,গোপন খবরের ভিত্তিতে পুরনো ঢাকার আর কে মিশন রোডের ৮ নং গলির একটি ভবনের ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে ডিবি উত্তর বিভাগের টিম অভিযান চালাতে যান। অভিযানের সময় জাল নোট ব্যবসায়ী সাইদুর রহমান ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। অন্যজন পালিয়ে গেছে।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে এক হাজার ও ৫শ টাকা মূল্যের মোট ৩৮ লাখ ৫২ হাজার ৬শ টাকার জাল নোট,৭৭ হাজার ১শ ভারতীয় রুপির জাল নোট,একটি সিপিইউ,একটি মনিটর,জাল নৈাট তৈরীতে ব্যবহ্নত প্রিণ্টারের আটটি অব্যবহ্নত কালির কোটা, ১শ পিস ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ওয়ারি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডিবির কাছে স্বীকার করে বলেছে, গ্রেপ্তারকৃতরা অবৈধ ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দেশী ও বিদেশী জাল নোট তৈরী করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করত।
তারা আসন্ন ঈদকে সামনে রেখে বিপুল পরিমান জাল নোট তৈরী করে সেগুলো সরবরাহ করার জন্য তাদের হেফাজতে রেখেছিল। বলে ডিবির কাছে স্বীকার করেছে বলে ডিবি দাবি করছেন।
এর আগেও আইন শৃঙ্খলা বাহিনীর টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাল নোট উদ্ধার করছে। একের পর অভিযানে টাকা উদ্ধার হলেও জালিয়াত চক্র এখনো সক্রিয় রয়েছে। তারা অভিজাত ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে এখন জাল টাকা তৈরী করছে। ডিবির টিম পলাতক জাল নোট তৈরীকারি চক্রকে ধরতে অভিযানে নেমেছে।