সোনারগাঁয়ে এক রাতে দুই স্থানে ডাকাতি, নগদ টাকা স্বর্ণালংকার লুট

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক রাতে পৃথক দুই স্থানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এরমধ্যে একটি দোকান ও একটি বাড়িতে দুটি গ্রুপে ২৫/৩০ জন ডাকাত পৃথকভাবে ডাকাতি করে। ডাকাতির কাজে বাঁধা দেয়ায় এক নারীকে কুপিয়ে ও এক পুরুষকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা করে নগদ টাকা, মালামাল ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল। রোববার রাতে পিরোজপুরের নয়াগাঁও ও পৌরসভা এলাকার নোয়াইল গ্রামে ডাকাতির এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউপির ছোট নয়াগাঁও গ্রামের ধনু মিয়ার পুত্রবধু মুদি মনোহরি ব্যবসায়ী রূপালী বেগম রোববার রাত ৯ টার দিকে বাড়ির সামনে নিজের দোকানে বসেছিলেন। এসময় চিহ্নিত ডাকাত, মাদক ব্যবসায়ী ও ডাকাতি, ছিনতাই, মারামারিসহ একাধীক মামলার আসামী ডাকাত সোহানের নেতৃত্বে¡ মোটরসাইকেল ও সিএনজিতে করে ১০/১২ জনের একদল ডাকাত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে নগদ ৩৫ হাজার টাকা, সিগারেট, এনার্জি ড্রিংকস, কোমল পানীয়সহ মালামাল এবং রূপালী বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় তার চিৎকারে শশুর ধনু মিয়া এগিয়ে আসলে ডাকাতরা ধনু মিয়াকে ধাক্কা দিয়ে ফেলে তাকে মটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায়। বর্তমানে ধনু মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো হ ৬০-০৪৪৯) ফেলে চলে যায়। অপরদিকে সোনারগাঁও পৌরসভাধীন নোয়াইল গ্রামের মামুন মিয়ার বাড়িতে রাত ২ টার দিকে দেশী বিদেশী অস্ত্রসহ ১৮/২০ জনের ডাকাত দল হানা দিয়ে ঘরের সবাইকে জিম্মি করে নগদ ২২ হাজার টাকা, ৪ ভড়ি স্বর্ণালংকার ও ৫ টি মোবাইল সেট নিয়ে যায়। এসময় মামুন মিয়ার স্ত্রী মনি আক্তার বাঁধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে মামলা না করার শর্তে তাকে প্রাণভিক্ষা দিয়ে যায় ডাকাত দল। পরে আশপাশের লোকজন তাদের চিৎকারে এগিয়ে এসে আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহতের পরিবার জানায়, ডাকাতদের বয়স ১৭ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম এ বারী জানান, নয়াগাঁও গ্রামের ঘটনায় ডাকাত সোহান ওরফে জঙ্গী সোহানের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। সোহানের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মারামারিসহ একাধীক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ, র‌্যাব, ডিবি অভিযান চালাচ্ছে। এছাড়া নোয়াইল এলাকায় ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে এই দুুুুুুুুুুই ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» টাকার লোভে ৪ বছরের শিশুকে অপহরণ, ধর্ষণ ও হত্যা

সম্প্রতি