বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বিএসএমএমইউ) শিক্ষকতার মিথ্যা দাবি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক বাদী হয়ে ঢাকা সমন্বিত কার্যালয়-১ এ মামলা দুটি দায়ের করেন।
একটি মামলায় অভিযোগ করা হয়েছে, সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক পদে নিয়োগের জন্য সিভিতে ২০২৩ সালে বিএসএমএমইউয়ে শিক্ষকতা, শিক্ষা ম্যানুয়াল কার্যক্রমে অংশগ্রহণ এবং অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করার তথ্য উল্লেখ করেন। তবে বিএসএমএমইউয়ে তার শিক্ষকতা বা সংশ্লিষ্ট কাজের কোনো প্রমাণ পাওয়া যায়নি। জালিয়াতির মাধ্যমে মিথ্যা যোগ্যতা দেখিয়ে তিনি নিয়োগের আবেদন করেছিলেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
অন্য মামলায় অভিযোগ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সঙ্গে যোগসাজশে সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ৩৩ কোটি ৫ লাখ টাকা নেওয়া হয়। এই মামলায় নজরুল ইসলামকেও আসামি করা হয়েছে।
সায়মা ওয়াজেদ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। তিনি ২০২৩ সালের ১ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন এবং চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন। পাঁচ বছরের জন্য তিনি এ পদে নির্বাচিত হয়েছিলেন।
২০১৪ সালে তাকে দুই বছরের জন্য সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান করা হয়। এরপর ২০১৭ সালে জাতীয় স্টিয়ারিং কমিটির কার্যাবলি সম্পাদন ও পরামর্শ প্রদানের জন্য গঠিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন পদে নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বিএসএমএমইউ) শিক্ষকতার মিথ্যা দাবি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক বাদী হয়ে ঢাকা সমন্বিত কার্যালয়-১ এ মামলা দুটি দায়ের করেন।
একটি মামলায় অভিযোগ করা হয়েছে, সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক পদে নিয়োগের জন্য সিভিতে ২০২৩ সালে বিএসএমএমইউয়ে শিক্ষকতা, শিক্ষা ম্যানুয়াল কার্যক্রমে অংশগ্রহণ এবং অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করার তথ্য উল্লেখ করেন। তবে বিএসএমএমইউয়ে তার শিক্ষকতা বা সংশ্লিষ্ট কাজের কোনো প্রমাণ পাওয়া যায়নি। জালিয়াতির মাধ্যমে মিথ্যা যোগ্যতা দেখিয়ে তিনি নিয়োগের আবেদন করেছিলেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
অন্য মামলায় অভিযোগ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সঙ্গে যোগসাজশে সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ৩৩ কোটি ৫ লাখ টাকা নেওয়া হয়। এই মামলায় নজরুল ইসলামকেও আসামি করা হয়েছে।
সায়মা ওয়াজেদ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। তিনি ২০২৩ সালের ১ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন এবং চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন। পাঁচ বছরের জন্য তিনি এ পদে নির্বাচিত হয়েছিলেন।
২০১৪ সালে তাকে দুই বছরের জন্য সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান করা হয়। এরপর ২০১৭ সালে জাতীয় স্টিয়ারিং কমিটির কার্যাবলি সম্পাদন ও পরামর্শ প্রদানের জন্য গঠিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন পদে নিয়োগ দেওয়া হয়।