রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় গুরুতর আহত আরও দুই যুবক পুলিশি হেফাজতে চিকিৎসাধীন আছেন।
পুলিশের ভাষ্যমতে, ভোর সাড়ে পাঁচটার দিকে চকবাজার থানার কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকায় এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাইয়ের চেষ্টা করা হয়। স্থানীয় বাসিন্দারা তা টের পেয়ে চার যুবককে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে একজন পালিয়ে যান, আর বাকি তিনজন নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে তারা সাঁতরে চকবাজার থানার সোয়ারীঘাটের চম্পাতলী ঘাটে উঠলে জনতা তাদের ধরে গণপিটুনি দেয়।
পুলিশ খবর পেয়ে তিনজনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
এসআই গোলাম সরোয়ার বলেন, "নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত দুজন পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।"
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় গুরুতর আহত আরও দুই যুবক পুলিশি হেফাজতে চিকিৎসাধীন আছেন।
পুলিশের ভাষ্যমতে, ভোর সাড়ে পাঁচটার দিকে চকবাজার থানার কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকায় এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাইয়ের চেষ্টা করা হয়। স্থানীয় বাসিন্দারা তা টের পেয়ে চার যুবককে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে একজন পালিয়ে যান, আর বাকি তিনজন নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে তারা সাঁতরে চকবাজার থানার সোয়ারীঘাটের চম্পাতলী ঘাটে উঠলে জনতা তাদের ধরে গণপিটুনি দেয়।
পুলিশ খবর পেয়ে তিনজনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
এসআই গোলাম সরোয়ার বলেন, "নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত দুজন পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।"