রাজধানী ঢাকার গুলশান থেকে টেস্ট ড্রাইভের নামে গাড়ি নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী আহসান আহমেদকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাসুম নামে পরিচিত।
মঙ্গলবার ভোরে তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়, পুলিশ জানিয়েছেন।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, ৭ মার্চ পরীবাগ গার্ডেন টাওয়ারের গাড়ি বিক্রয়কেন্দ্র ‘হুইল ডিলস’-এর কর্ণধার মাশরুর নাঈরকে ফোন করে একটি গাড়ি কেনার আগ্রহ জানায় মাসুম। কথাবার্তার এক পর্যায়ে নাঈর তাকে গাড়ি দেখাতে তার বাসার গ্যারেজে আসতে বলেন।
পরদিন ৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাসুমসহ দুজন ব্যক্তি নাঈরের বাসায় গিয়ে টেস্ট ড্রাইভের জন্য গাড়ি নিয়ে চলে যান। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা শাহবাগ মেট্রোরেল স্টেশনের কাছে এসে নাঈরের চাচাত ভাই পিয়াল মাহমুদকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তার মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেন। এরপর, তারা নাঈরকে হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট না করার জন্য জানান।
পুলিশ জানায়, মাসুম ও তার সঙ্গী গাড়িটি ছিনতাই করে নেয়, যা আনুমানিক ৮৫ লাখ টাকার মূল্যমানের। মাশরুর নাঈর শাহবাগ থানায় এই ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করেন, এবং পুলিশ মাসুমকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
রাজধানী ঢাকার গুলশান থেকে টেস্ট ড্রাইভের নামে গাড়ি নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী আহসান আহমেদকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাসুম নামে পরিচিত।
মঙ্গলবার ভোরে তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়, পুলিশ জানিয়েছেন।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, ৭ মার্চ পরীবাগ গার্ডেন টাওয়ারের গাড়ি বিক্রয়কেন্দ্র ‘হুইল ডিলস’-এর কর্ণধার মাশরুর নাঈরকে ফোন করে একটি গাড়ি কেনার আগ্রহ জানায় মাসুম। কথাবার্তার এক পর্যায়ে নাঈর তাকে গাড়ি দেখাতে তার বাসার গ্যারেজে আসতে বলেন।
পরদিন ৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাসুমসহ দুজন ব্যক্তি নাঈরের বাসায় গিয়ে টেস্ট ড্রাইভের জন্য গাড়ি নিয়ে চলে যান। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা শাহবাগ মেট্রোরেল স্টেশনের কাছে এসে নাঈরের চাচাত ভাই পিয়াল মাহমুদকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তার মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেন। এরপর, তারা নাঈরকে হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট না করার জন্য জানান।
পুলিশ জানায়, মাসুম ও তার সঙ্গী গাড়িটি ছিনতাই করে নেয়, যা আনুমানিক ৮৫ লাখ টাকার মূল্যমানের। মাশরুর নাঈর শাহবাগ থানায় এই ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করেন, এবং পুলিশ মাসুমকে গ্রেপ্তার করে।