মানবতাবিরোধী অপরাধের মামলার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর সেগুলোর ফাঁস হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, এটি সম্ভবত ট্রাইব্যুনালের সঙ্গে সম্পৃক্ত কোনো একটি মহল থেকে ফাঁস হচ্ছে। তাজুল ইসলাম বলেন, বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং প্রমাণ পেলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
এছাড়া, তিনি জানিয়েছেন যে, শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে কমান্ড রেসপনসিবিলিটির মামলার তদন্ত প্রতিবেদন ঈদের পর দাখিল হবে। সাভারের আশুলিয়ায় গণ-অভ্যুত্থানের সময় ছয়জনের লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে ২৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। চানখাঁরপুলের মানবতাবিরোধী অপরাধের মামলার খসড়া প্রতিবেদনও জমা হয়েছে এবং ঈদের পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া শুরু হবে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা