ঃ পুকুর ঘেরাও করে রেখেছে পুলিশ,সেনাবাহিনী
ঃ রহস্য উদঘাটনে এসপির নেতৃত্বে তদন্ত
নাটোর জেলার একটি পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে ডুবুরি দিয়ে তল্লাশি করে ওই সব অস্ত্র উদ্ধার করা হয়। তার মধ্যে একটি একনালা বন্দুক, একটি দোনালা বন্দুক ও ৪টি শর্টগান রয়েছে বলে জানিয়েছেন জেলার এসপি আমজাদ হোসেন। পুলিশের রাজশাহী বিভাগীয় ডিআইজি অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।
নাটোর জেলার এসপি আমজাদ হোসেন সংবাদকে জানান, অস্ত্র উদ্ধার ছাড়াও জেলার পুরনো সরকারি দুইটি বাসার খালি জায়গা থেকে ১ শ’বস্তা নির্বাচনী কাগজপত্র, সিলসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ উধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। পুকুরের পানি সেচে আরও আস্ত্র আছে কিনা খোজ নেয়া হচ্ছে।
উদ্ধার করা অস্ত্র গুলো ব্যক্তি মালিকানাধীন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আরও রহস্য উদঘাটনে নাটোর জেলা এসপির নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে।
যে ভাবে রহস্য উদঘাটন ঃ গত শুক্রবার বিকেলে এক কিশোর নাটোর তালাব পুকুরে মাছ ধরার জন্য বরসি ফেলে। বরসি টান দিলে একটি মোড়ানো কম্বল উঠে আসে। কম্বরের ভিতর থেকে ২টি অস্ত্র পাওয়া যায়। এ খবর পাওয়ার পর পুলিশ ও উৎসুক জনতা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। রাতে রাজশাহী থেকে ডুবুরি গিয়ে আরও অস্ত্র উদ্ধার করা হয়।
আজ বিকেলে নাটোর সদর থানার ওসি ও ডিউটি অফিসার অস্ত্র উদ্ধারের বিষয়টি সংবাদকে জানান, অস্ত্র গুলো কার বা পুকুরে কিভাবে এলা তা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
শনিবার, ২৯ মার্চ ২০২৫
ঃ পুকুর ঘেরাও করে রেখেছে পুলিশ,সেনাবাহিনী
ঃ রহস্য উদঘাটনে এসপির নেতৃত্বে তদন্ত
নাটোর জেলার একটি পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে ডুবুরি দিয়ে তল্লাশি করে ওই সব অস্ত্র উদ্ধার করা হয়। তার মধ্যে একটি একনালা বন্দুক, একটি দোনালা বন্দুক ও ৪টি শর্টগান রয়েছে বলে জানিয়েছেন জেলার এসপি আমজাদ হোসেন। পুলিশের রাজশাহী বিভাগীয় ডিআইজি অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।
নাটোর জেলার এসপি আমজাদ হোসেন সংবাদকে জানান, অস্ত্র উদ্ধার ছাড়াও জেলার পুরনো সরকারি দুইটি বাসার খালি জায়গা থেকে ১ শ’বস্তা নির্বাচনী কাগজপত্র, সিলসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ উধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। পুকুরের পানি সেচে আরও আস্ত্র আছে কিনা খোজ নেয়া হচ্ছে।
উদ্ধার করা অস্ত্র গুলো ব্যক্তি মালিকানাধীন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আরও রহস্য উদঘাটনে নাটোর জেলা এসপির নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে।
যে ভাবে রহস্য উদঘাটন ঃ গত শুক্রবার বিকেলে এক কিশোর নাটোর তালাব পুকুরে মাছ ধরার জন্য বরসি ফেলে। বরসি টান দিলে একটি মোড়ানো কম্বল উঠে আসে। কম্বরের ভিতর থেকে ২টি অস্ত্র পাওয়া যায়। এ খবর পাওয়ার পর পুলিশ ও উৎসুক জনতা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। রাতে রাজশাহী থেকে ডুবুরি গিয়ে আরও অস্ত্র উদ্ধার করা হয়।
আজ বিকেলে নাটোর সদর থানার ওসি ও ডিউটি অফিসার অস্ত্র উদ্ধারের বিষয়টি সংবাদকে জানান, অস্ত্র গুলো কার বা পুকুরে কিভাবে এলা তা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।