রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে শ্লীলতাহানি ও হেনস্তার ঘটনায় জড়িত অভিযোগে প্রধান আসামি সোয়েব রহমান ওরফে জিশানসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন মো. রাইসুল ইসলাম (২১) ও মো. কাউসার হোসেন (২১)। র্যাব-৩–এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে রাজধানীর রামপুরা এলাকায় যৌন হয়রানির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে র্যাব-৩ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে।
ওই ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা হয়। গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি সোয়েব রহমান জিশানকে মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সোয়েবের দেওয়া তথ্য অনুযায়ী বেইলি রোড থেকে রাইসুল ইসলাম এবং গেন্ডারিয়া থেকে কাউসার হোসেনকে গ্রেপ্তার করে র্যাব।
গত বুধবার রাত পৌনে আটটার দিকে এক নারী সংবাদকর্মী তাঁর ছোট ভাইকে নিয়ে বনশ্রীতে একটি জুসের দোকানে গেলে স্থানীয় কয়েকজন যুবক তাঁকে উত্যক্ত করে। প্রতিবাদ করলে তাঁর ভাইকে মারধর করা হয় এবং নারী সংবাদকর্মীকে শ্লীলতাহানি ও মারধর করা হয়।
ওই ঘটনায় সোয়েব রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে রামপুরা থানায় মামলা করেন ভুক্তভোগী। ঘটনার পর সোয়েব বাসায় তালা লাগিয়ে সপরিবার পালিয়ে যান।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে শ্লীলতাহানি ও হেনস্তার ঘটনায় জড়িত অভিযোগে প্রধান আসামি সোয়েব রহমান ওরফে জিশানসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন মো. রাইসুল ইসলাম (২১) ও মো. কাউসার হোসেন (২১)। র্যাব-৩–এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে রাজধানীর রামপুরা এলাকায় যৌন হয়রানির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে র্যাব-৩ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে।
ওই ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা হয়। গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি সোয়েব রহমান জিশানকে মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সোয়েবের দেওয়া তথ্য অনুযায়ী বেইলি রোড থেকে রাইসুল ইসলাম এবং গেন্ডারিয়া থেকে কাউসার হোসেনকে গ্রেপ্তার করে র্যাব।
গত বুধবার রাত পৌনে আটটার দিকে এক নারী সংবাদকর্মী তাঁর ছোট ভাইকে নিয়ে বনশ্রীতে একটি জুসের দোকানে গেলে স্থানীয় কয়েকজন যুবক তাঁকে উত্যক্ত করে। প্রতিবাদ করলে তাঁর ভাইকে মারধর করা হয় এবং নারী সংবাদকর্মীকে শ্লীলতাহানি ও মারধর করা হয়।
ওই ঘটনায় সোয়েব রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে রামপুরা থানায় মামলা করেন ভুক্তভোগী। ঘটনার পর সোয়েব বাসায় তালা লাগিয়ে সপরিবার পালিয়ে যান।