image

নরসিংদীতে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

নরসিংদীর শিবপুর উপজেলায় এক কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নারায়ণ চন্দ্র পাল (৫০) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার মেজর সাদমান ইবনে আলম শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত আসামি নারায়ণ চন্দ্র পাল শিবপুরের কুন্দারপাড়া গ্রামের কুমার বাড়ির সুভাষ চন্দ্র পালের ছেলে।

ঘটনার বিবরণ অনুযায়ী, মঙ্গলবার দুপুরে শিবপুরের কুন্দারপাড়া এলাকার এক মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক কিশোরী বাড়ির পাশে গাছ থেকে আম পাড়তে গেলে নারায়ণ তাকে জোরপূর্বক ধানক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় কিশোরীর চাচি ঘটনাস্থলে পৌঁছালে নারায়ণ পালিয়ে যায়। পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে আসামির বাড়ি ভাঙচুর করে। ঘটনাটির পর কিশোরীর পরিবার শিবপুর থানায় মামলা দায়ের করে।

মেজর সাদমান ইবনে আলম বলেন, "আসামি পলাতক অবস্থায় ছিল। গোপন সূত্রের ভিত্তিতে র্যাব তাকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে। তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» ‘১৭০ টাকা হারানোয়’ কিশোরীকে পিটিয়ে হত্যা, চাচা আটক

» রংপুর বিআরটিএ দুর্নীতি: জরিমানার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

» টাকার লোভে ৪ বছরের শিশুকে অপহরণ, ধর্ষণ ও হত্যা

সম্প্রতি