সখীপুরে গৃহবধূ হত্যার মূল আসামি গ্রেফতার

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে লোমহর্ষক এবং চাঞ্চল্যকর গৃহবধূ হত্যার মূল আসামিকে গ্রেফতার করছে সখীপুর থানা পুলিশ। হত্যার ১২ ঘণ্টার মধ্যে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকা হইতে গৃহবধূ আমেনা হত্যার একমাত্র আসামী মোঃ এনামুল হককে গ্রেফতার করা হয়। হত্যাকারী কুড়িগ্রাম জেলার যোগাদহ গ্রামের মোঃ হযরত আলীর ছেলে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী আমেনা বেগমকে হত্যার কথা স্বীকার করেছে।

আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ধান খেতে গৃহবধূ আমেনা লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে হত্যা নিশ্চিত করলেও আসামি আধরা থাকে। মামলার বারো ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি