রাজশাহীতে ব্যবসায়ীর চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

রোববার, ২০ এপ্রিল ২০২৫
জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহীর ঘোড়ামারা এলাকায় রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ঘটনাটি ঘটেছে নগরীর বোয়ালিয়া মডেল থানা ভবন থেকে মাত্র ৪০০ মিটার দূরে।

ভুক্তভোগী দিলীপ কুমার প্রমানিক স্থানীয় রিলায়েন্স অটো যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক। তিনি জানান, আগের দিনের বিক্রির ১২ লাখ টাকা মহাজনের বাসা থেকে সংগ্রহ করে দোকানে যাচ্ছিলেন। পথে রিকশাচালক হঠাৎ একটি সরু গলিতে ঢুকে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক রিকশার গতি রোধ করে।

তিনি বলেন, তাদের একজন দিলীপের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিলে তিনি তাৎক্ষণিকভাবে অন্ধকার দেখেন এবং চিৎকার করেন। এরপর ছিনতাইকারীরা তাঁর পিঠের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছুরি দিয়ে আঘাত করে তাঁর ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে দেয়। ধস্তধস্তির সময় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও মূল ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।

ব্যবসায়ীর চোখে মরিচ গুড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাস্থল পরিদর্শন করছেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

প্রত্যক্ষদর্শী জুবায়ের বলেন, চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি কয়েকজন লোক জড়ে হয়ে গেছে। এ সময় রিকশাচালক কোনো ভাড়া না নিয়ে সেখান থেকে সটকে পড়েন, যা তাকে সন্দেহভাজন করে তুলেছে।

দিলীপের কর্মস্থলের মালিক বিপুল কুমার ঘোষ বলেন, দিলীপ দীর্ঘদিন ধরে সৎভাবে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন এবং প্রতিদিনই টাকা নিয়ে যাতায়াত করেন।

ঘটনার পরপরই বোয়ালিয়া মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃদের শনাক্তে কাজ চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে। আশা করছে ছিনতাইকারিকে দ্রুত সনাক্ত করে তাকে আইনের আওতায় আনা হবে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি