ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন রোববার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার দুই আসামি আলভী হোসেন জুনায়েদ এবং আল আমিন সানিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের বয়স ১৯ বছর।
রিমান্ড শেষে জুনায়েদ এবং সানিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার ইন্সপেক্টর এ কে এম মঈন উদ্দিন। এদিকে, আসামিদের আইনজীবী জামিনের আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই মামলার আসামিরা হলেন মেহেরাজ ইসলাম (২০), আবু জর গিফারী পিয়াস (২০), মাহাথির হাসান (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজী (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)। তবে জুনায়েদ এবং সানির নাম মামলার এজাহারে নেই।
প্রসঙ্গত, ১৯ এপ্রিল বিকালে রাজধানীর বনানী এলাকায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে এক বিবাদের জেরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
রোববার, ২৭ এপ্রিল ২০২৫
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন রোববার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার দুই আসামি আলভী হোসেন জুনায়েদ এবং আল আমিন সানিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের বয়স ১৯ বছর।
রিমান্ড শেষে জুনায়েদ এবং সানিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার ইন্সপেক্টর এ কে এম মঈন উদ্দিন। এদিকে, আসামিদের আইনজীবী জামিনের আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই মামলার আসামিরা হলেন মেহেরাজ ইসলাম (২০), আবু জর গিফারী পিয়াস (২০), মাহাথির হাসান (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজী (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)। তবে জুনায়েদ এবং সানির নাম মামলার এজাহারে নেই।
প্রসঙ্গত, ১৯ এপ্রিল বিকালে রাজধানীর বনানী এলাকায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে এক বিবাদের জেরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।