সিলেটের বিয়ানীবাজার উপজেলার পল্লীতে আপন ভাতিজার হামলায় চাচা একরাম আলী (৫৮) নিহত হয়েছেন। উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর খালপার গ্রামের সালেহ আহমেদ এর পরিবারের সাথে আগে থেকেই বিরোধ বিরোধ ছিল তার আপন ছোট ভাই একরাম আলীর। এর মধ্যে শনিবার রাতে গাড়ি পার্কিং নিয়ে সালেহ আহমদ এর ছেলে নাজিম উদ্দীন এর সাথে তার আপন চাচা একরাম আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায় ভাতিজার আঘাতে চাচা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যান। রোববার (২৭ এপ্রিল) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্দ এলাকাবাসী হামলাকারীদের বাড়ি ঘেরাও করে একজনকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এমরান হোসেন (২১) নামের ওই ব্যক্তি ইউনিয়ন দফাদার ছালেহ আহমদের ছেলে বলে জানা গেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান, মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে দাফন করা হবে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান পচিালনা করা হচ্ছে।
রোববার, ২৭ এপ্রিল ২০২৫
সিলেটের বিয়ানীবাজার উপজেলার পল্লীতে আপন ভাতিজার হামলায় চাচা একরাম আলী (৫৮) নিহত হয়েছেন। উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর খালপার গ্রামের সালেহ আহমেদ এর পরিবারের সাথে আগে থেকেই বিরোধ বিরোধ ছিল তার আপন ছোট ভাই একরাম আলীর। এর মধ্যে শনিবার রাতে গাড়ি পার্কিং নিয়ে সালেহ আহমদ এর ছেলে নাজিম উদ্দীন এর সাথে তার আপন চাচা একরাম আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায় ভাতিজার আঘাতে চাচা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যান। রোববার (২৭ এপ্রিল) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্দ এলাকাবাসী হামলাকারীদের বাড়ি ঘেরাও করে একজনকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এমরান হোসেন (২১) নামের ওই ব্যক্তি ইউনিয়ন দফাদার ছালেহ আহমদের ছেলে বলে জানা গেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান, মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে দাফন করা হবে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান পচিালনা করা হচ্ছে।