চট্টগ্রামের কোতোয়ালী থানার ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনে করা মামলায় রফিকুল ইসলাম নামে এক কাভার্ডভ্যান মালিককে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।
আজ রোববার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।
আদালত সূত্র জানায়, ৮ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার এলাকায় ২০১৯ সালের ৬ মার্চ একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে ৮৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় করা মামলায় তদন্ত শেষে অভিযোগপত্রে বলা হয়, কক্সবাজারের রামু থেকে কাভার্ডভ্যানের মালিক রফিকুল ইসলাম বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবাগুলো নিয়ে আসেন। এই মামলা ২০২২ সালের ১১ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।
রোববার, ২৭ এপ্রিল ২০২৫
চট্টগ্রামের কোতোয়ালী থানার ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনে করা মামলায় রফিকুল ইসলাম নামে এক কাভার্ডভ্যান মালিককে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।
আজ রোববার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।
আদালত সূত্র জানায়, ৮ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার এলাকায় ২০১৯ সালের ৬ মার্চ একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে ৮৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় করা মামলায় তদন্ত শেষে অভিযোগপত্রে বলা হয়, কক্সবাজারের রামু থেকে কাভার্ডভ্যানের মালিক রফিকুল ইসলাম বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবাগুলো নিয়ে আসেন। এই মামলা ২০২২ সালের ১১ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।