সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে উপজেলার হাজিপুর ও প্রতাপপুর এলাকায় অভিযান চালিয়ে এ সাজা প্রদান করা হয়।
অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৪ জন শ্রমিককে আটক করা হয়। এরমধ্যে ১২ জনকে তিনমাস করে এবং ২ জনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার তাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে গোয়াইনঘাট থানাপুলিশ সুত্রে জানাগেছে। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ইজারা বহির্ভূত বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে হাজিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের খবর পেয়ে মূল হোতারা পালিয়ে গেলেও বালু উত্তোলন ও পরিবহনের সময় ১৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন, ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং বালু উত্তোলনের সাথে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে উপজেলার হাজিপুর ও প্রতাপপুর এলাকায় অভিযান চালিয়ে এ সাজা প্রদান করা হয়।
অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৪ জন শ্রমিককে আটক করা হয়। এরমধ্যে ১২ জনকে তিনমাস করে এবং ২ জনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার তাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে গোয়াইনঘাট থানাপুলিশ সুত্রে জানাগেছে। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ইজারা বহির্ভূত বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে হাজিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের খবর পেয়ে মূল হোতারা পালিয়ে গেলেও বালু উত্তোলন ও পরিবহনের সময় ১৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন, ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং বালু উত্তোলনের সাথে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।