ঢাকার মোহাম্মদপুরে আবারও দিনদুপুরে চাপাতি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বছিলা এলাকার ৪০ ফিট সড়কে এ ঘটনা ঘটে। মুহূর্তেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন আজহারুল, নোমান, নাসিম ও জসিম। তাঁরা সবাই স্থানীয় একটি ছিনতাইকারী চক্র ‘মাহি গ্রুপের’ সদস্য বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান বলেন, “চাপাতি হাতে এক যুবকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।”
ফেইসবুকে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার বেলা পৌনে ১২টার দিকে এক যুবক সড়কের পাশে মোবাইল হাতে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে কিছু দূরে থামে। অটোরিকশা থেকে নেমে চাপাতি হাতে দুজন দৌড়ে এসে ওই যুবককে ঘিরে ধরে। মুহূর্তেই তাঁর কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে ফের অটোরিকশায় উঠে পালিয়ে যায় তারা।
রোববার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
ঢাকার মোহাম্মদপুরে আবারও দিনদুপুরে চাপাতি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বছিলা এলাকার ৪০ ফিট সড়কে এ ঘটনা ঘটে। মুহূর্তেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন আজহারুল, নোমান, নাসিম ও জসিম। তাঁরা সবাই স্থানীয় একটি ছিনতাইকারী চক্র ‘মাহি গ্রুপের’ সদস্য বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান বলেন, “চাপাতি হাতে এক যুবকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।”
ফেইসবুকে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার বেলা পৌনে ১২টার দিকে এক যুবক সড়কের পাশে মোবাইল হাতে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে কিছু দূরে থামে। অটোরিকশা থেকে নেমে চাপাতি হাতে দুজন দৌড়ে এসে ওই যুবককে ঘিরে ধরে। মুহূর্তেই তাঁর কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে ফের অটোরিকশায় উঠে পালিয়ে যায় তারা।