ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে আটকের পর পুলিশ দেয়া এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন-অর রশীদ।
মারা যাওয়া রনি মিয়া (৩০) টাঙ্গাইল সদর উপজেলার মীরের বেতকা গ্রামের কালু মিয়ার ছেলে। তিনি টঙ্গীর বড় দেওড়া পরান মুলের টেক এলাকার একটি বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টঙ্গীর বড় দেওড়া এলাকা থেকে চোর সন্দেহে আটকের পর স্থানীয়রা রনিকে টঙ্গী পশ্চিম থানায় সোপর্দ করে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রনি থানা হাজতের ওয়াশরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।
দ্রুত তাকে চিকিৎসার জন্য টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রনিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে তাজউদ্দীন মেডিকেলে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে রনির মৃত্যু হয়।
টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশীষ চৌধুরী বলেন, ‘পুলিশ রনিকে হাসপাতালে আনে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। পরে উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।’ ওসি হারুন-অর রশীদ বলেন, রনিকে থানায় কোনো ধরনের নির্যাতন করা হয়নি। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে আটকের পর পুলিশ দেয়া এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন-অর রশীদ।
মারা যাওয়া রনি মিয়া (৩০) টাঙ্গাইল সদর উপজেলার মীরের বেতকা গ্রামের কালু মিয়ার ছেলে। তিনি টঙ্গীর বড় দেওড়া পরান মুলের টেক এলাকার একটি বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টঙ্গীর বড় দেওড়া এলাকা থেকে চোর সন্দেহে আটকের পর স্থানীয়রা রনিকে টঙ্গী পশ্চিম থানায় সোপর্দ করে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রনি থানা হাজতের ওয়াশরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।
দ্রুত তাকে চিকিৎসার জন্য টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রনিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে তাজউদ্দীন মেডিকেলে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে রনির মৃত্যু হয়।
টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশীষ চৌধুরী বলেন, ‘পুলিশ রনিকে হাসপাতালে আনে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। পরে উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।’ ওসি হারুন-অর রশীদ বলেন, রনিকে থানায় কোনো ধরনের নির্যাতন করা হয়নি। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।