ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্লগার ও তার বন্ধুকে কুপিয়ে বাইক ও ফোন নিয়ে গেছে দলবদ্ধ ছিনতাইকারীরা। রূপগঞ্জে ৩০০ ফিট সড়ক পার হয়ে ভুলতা-গাউছিয়ামুখী সড়কে গত বুধবার রাতের সেই ঘটনার ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ফেইসবুক পোস্টে ওই ঘটনার সময় ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ ও আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
ছিনতাইকারীদের আক্রমণে আহত হয়েছেন মো. জিসান ও ফয়সাল হোসেন। তাদের বাসা কুমিল্লায়। ‘মটোব্লগার’ জিসানের বাইক ও ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। সেই ঘটনার দৃশ্য ধরা পড়েছে তার হেলমেটে বসানো ক্যামেরায়।
ভিডিওতে দেখা গেছে, কয়েকটি বাইকে বেশ কয়েকজন এসে জিসানের বাইক থামিয়ে কোপাতে শুরু করেন। একপর্যায়ে জিসান দৌড়াতে দৌড়াতে সাহায্য চাইতে থাকেন। তিনি বন্ধু ফয়সালকে বাইক দিয়ে ছিনতাইকারীদের বাইকে ধাক্কা দিতে বলেন। ফয়সাল সেটি করলে ছিনতাইকারীরা তাকেও কুপিয়ে জখম করেন।
গতকাল বৃহস্পতিবার সেই ঘটনার ভিডিও নিজের ফেইসবুক পেইজে পোস্ট করেন জিসান। সেখানে তিনি লেখেন, ছিনতাইকারীরা গুলি ছোড়ে। ধারালো অস্ত্র দিয়ে হাত-পায়ে কোপায়। এতে তার হাতের আঙ্গুল কেটে পড়ে যায়। ফয়সালের মাথায় কোপ দেয়। ছিনতাইকারীরা তার বাইক ও ফোন নিয়ে যায় বলে জানান তিনি।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করেন জিসান। থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের একটি টহল দল ছিনতাইকারীদের ধাওয়া দিলে তারা অন্য একটি বাইক ফেলে চলে যায়, যেটি পুলিশ জব্দ করেছে। ঘটনাটি নিয়ে শুক্রবার বাংলাদেশ পুলিশের ফেইসবুক পেইজে বলা হয়, ট্রাকের এক হেল্পারের ফোন থেকে ৯৯৯-এ কল পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে হামলায় আহতদের উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ করেছে। ছিনতাই হওয়া জিনিসপত্র উদ্ধার ও আসামি ধরতেও কাজ চলছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্লগার ও তার বন্ধুকে কুপিয়ে বাইক ও ফোন নিয়ে গেছে দলবদ্ধ ছিনতাইকারীরা। রূপগঞ্জে ৩০০ ফিট সড়ক পার হয়ে ভুলতা-গাউছিয়ামুখী সড়কে গত বুধবার রাতের সেই ঘটনার ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ফেইসবুক পোস্টে ওই ঘটনার সময় ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ ও আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
ছিনতাইকারীদের আক্রমণে আহত হয়েছেন মো. জিসান ও ফয়সাল হোসেন। তাদের বাসা কুমিল্লায়। ‘মটোব্লগার’ জিসানের বাইক ও ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। সেই ঘটনার দৃশ্য ধরা পড়েছে তার হেলমেটে বসানো ক্যামেরায়।
ভিডিওতে দেখা গেছে, কয়েকটি বাইকে বেশ কয়েকজন এসে জিসানের বাইক থামিয়ে কোপাতে শুরু করেন। একপর্যায়ে জিসান দৌড়াতে দৌড়াতে সাহায্য চাইতে থাকেন। তিনি বন্ধু ফয়সালকে বাইক দিয়ে ছিনতাইকারীদের বাইকে ধাক্কা দিতে বলেন। ফয়সাল সেটি করলে ছিনতাইকারীরা তাকেও কুপিয়ে জখম করেন।
গতকাল বৃহস্পতিবার সেই ঘটনার ভিডিও নিজের ফেইসবুক পেইজে পোস্ট করেন জিসান। সেখানে তিনি লেখেন, ছিনতাইকারীরা গুলি ছোড়ে। ধারালো অস্ত্র দিয়ে হাত-পায়ে কোপায়। এতে তার হাতের আঙ্গুল কেটে পড়ে যায়। ফয়সালের মাথায় কোপ দেয়। ছিনতাইকারীরা তার বাইক ও ফোন নিয়ে যায় বলে জানান তিনি।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করেন জিসান। থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের একটি টহল দল ছিনতাইকারীদের ধাওয়া দিলে তারা অন্য একটি বাইক ফেলে চলে যায়, যেটি পুলিশ জব্দ করেছে। ঘটনাটি নিয়ে শুক্রবার বাংলাদেশ পুলিশের ফেইসবুক পেইজে বলা হয়, ট্রাকের এক হেল্পারের ফোন থেকে ৯৯৯-এ কল পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে হামলায় আহতদের উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ করেছে। ছিনতাই হওয়া জিনিসপত্র উদ্ধার ও আসামি ধরতেও কাজ চলছে।