ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি সরকারি বিদ্যালয়ের টয়লেটে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে আতিকুর রহমান ওরফে রুবেল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এর আগে রাতেই উপজেলার লক্ষ্মীভাটা গ্রামের নিউ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত আতিকুর রহমান ওরফে রুবেল হলেন, আক্কেলপুর উপজেলার লক্ষ্মীভাটা গ্রামের মোজাহার আলী সরদারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায় ৩য় শ্রেণীর ছাত্রী (৭)। প্রাইভেট পড়ার সময় সে বিদ্যালয়ের বাথরুমে যায়। বাথরুম শেষ করে বের হওয়ার সময় আসামি আতিকুর রহমান রুবেল তাকে জোর করে ধরে আবারও বাথরুমের ভেতরে নিয়ে যায়। সেখানে যৌন নির্যাতন করে। এ সময় শিশুটি চিৎকার দিলে আতিকুর দৌড়ে পালিয়ে যায়। শিশুটি বাড়ি এসে ঘটনাটি তার মাকে জানায়। এরপর শিশুটির মা বিদ্যালয়ে গিয়ে ঘটনাটি প্রধান শিক্ষককে জানান। প্রধান শিক্ষক শিশুটির মাকে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। ওইদিন সন্ধ্যায় শিশুটির বাবা রাজমিস্ত্রির কাজ শেষে বাড়িতে ফিরলে তাকে ঘটনাটি জানানো হয়। এরপর গ্রামের লোকজন রাতেই অভিযুক্ত আতিকুর রহমানকে দেখতে পেয়ে আটকে রাখেন। এ নিয়ে গ্রামে উত্তেজনা দেখা দেয়। পরে ৯৯৯-এ কল করে থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়। রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আতিকুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আতিকুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় আতিকুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি সরকারি বিদ্যালয়ের টয়লেটে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে আতিকুর রহমান ওরফে রুবেল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এর আগে রাতেই উপজেলার লক্ষ্মীভাটা গ্রামের নিউ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত আতিকুর রহমান ওরফে রুবেল হলেন, আক্কেলপুর উপজেলার লক্ষ্মীভাটা গ্রামের মোজাহার আলী সরদারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায় ৩য় শ্রেণীর ছাত্রী (৭)। প্রাইভেট পড়ার সময় সে বিদ্যালয়ের বাথরুমে যায়। বাথরুম শেষ করে বের হওয়ার সময় আসামি আতিকুর রহমান রুবেল তাকে জোর করে ধরে আবারও বাথরুমের ভেতরে নিয়ে যায়। সেখানে যৌন নির্যাতন করে। এ সময় শিশুটি চিৎকার দিলে আতিকুর দৌড়ে পালিয়ে যায়। শিশুটি বাড়ি এসে ঘটনাটি তার মাকে জানায়। এরপর শিশুটির মা বিদ্যালয়ে গিয়ে ঘটনাটি প্রধান শিক্ষককে জানান। প্রধান শিক্ষক শিশুটির মাকে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। ওইদিন সন্ধ্যায় শিশুটির বাবা রাজমিস্ত্রির কাজ শেষে বাড়িতে ফিরলে তাকে ঘটনাটি জানানো হয়। এরপর গ্রামের লোকজন রাতেই অভিযুক্ত আতিকুর রহমানকে দেখতে পেয়ে আটকে রাখেন। এ নিয়ে গ্রামে উত্তেজনা দেখা দেয়। পরে ৯৯৯-এ কল করে থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়। রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আতিকুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আতিকুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় আতিকুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়।