স্বাস্থ্য খাতে সিন্ডিকেট গড়ে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে গ্রেপ্তার ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১০ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মামলা করে দুদক। ওইদিন রাতেই রাজধানীর গুলশান থেকে মিঠুকে গ্রেপ্তার করা হয়।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, জমি, বাড়ি, গাড়ি, স্বর্ণ, ব্যাংক হিসাব ও বিনিয়োগ মিলিয়ে মিঠুর স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৭৫ কোটির বেশি। বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে এ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
২০১৬ সালে প্রকাশিত পানামা পেপারসে নাম আসা মিঠু দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য খাতে প্রভাব বিস্তার করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচনায় ছিলেন। সিএমএসডির সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদউল্লাহ মৃত্যুর আগে লিখিতভাবে জানিয়েছিলেন, স্বাস্থ্যখাতের দুর্নীতির বড় অংশ নিয়ন্ত্রণ করে মিঠু চক্র।
দুদকের করা মামলায় আদালত তার জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
স্বাস্থ্য খাতে সিন্ডিকেট গড়ে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে গ্রেপ্তার ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১০ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মামলা করে দুদক। ওইদিন রাতেই রাজধানীর গুলশান থেকে মিঠুকে গ্রেপ্তার করা হয়।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, জমি, বাড়ি, গাড়ি, স্বর্ণ, ব্যাংক হিসাব ও বিনিয়োগ মিলিয়ে মিঠুর স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৭৫ কোটির বেশি। বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে এ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
২০১৬ সালে প্রকাশিত পানামা পেপারসে নাম আসা মিঠু দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য খাতে প্রভাব বিস্তার করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচনায় ছিলেন। সিএমএসডির সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদউল্লাহ মৃত্যুর আগে লিখিতভাবে জানিয়েছিলেন, স্বাস্থ্যখাতের দুর্নীতির বড় অংশ নিয়ন্ত্রণ করে মিঠু চক্র।
দুদকের করা মামলায় আদালত তার জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।