ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হাটহাজারী উপজেলাধীন পাহাড়তলী সিটি কর্পোরেশনের ফতেয়াবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো বাঁশখালী থানার বাসিন্দা মো. সাহাব উদ্দিন (৪৬) ও মো.আনিছ (৩০)। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো.মনজুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি গার্লস স্কুলের পাশের পরিত্যক্ত গুদামের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের তিন সহযোগী পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃতদের হেফাজতে থাকা চারটি টিপ ছুরি (চাকু), তিনটি ধারালো দা এবং পার্শ্ববর্তী রাস্তা থেকে ১টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামের হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হাটহাজারী উপজেলাধীন পাহাড়তলী সিটি কর্পোরেশনের ফতেয়াবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো বাঁশখালী থানার বাসিন্দা মো. সাহাব উদ্দিন (৪৬) ও মো.আনিছ (৩০)। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো.মনজুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি গার্লস স্কুলের পাশের পরিত্যক্ত গুদামের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের তিন সহযোগী পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃতদের হেফাজতে থাকা চারটি টিপ ছুরি (চাকু), তিনটি ধারালো দা এবং পার্শ্ববর্তী রাস্তা থেকে ১টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।