ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
দিনাজপুরের বিরামপুরে টাকা ধার দিতে অস্বীকার করায় সাজেদুল ইসলাম (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুরের জোলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদুল ইসলাম ওই গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন একই গ্রামের রায়হান কবির (২২) ও তার চাচাতো ভাই নুরুন্নবী ইসলাম (২৩)। ঘটনার পর তারা পলাতক।
গত বৃহস্পতিবার বিকেলে রায়হান কবির সাজেদুলের কাছে টাকা ধার চায়। সাজেদুল টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং সাজেদুলের গচ্ছিত ছয় হাজার টাকা বাড়ি হতে হারিয়ে যাওয়ার বিষয়টি রায়হান কবিরকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রায়হান তার চাচাতো ভাই নুরুন্নবীকে ডেকে আনেন। পরে দুজনে মিলে বাঁশের লাঠি দিয়ে সাজেদুলকে এলোপাতাড়ি মারধর করে। মারধরের একপর্যায়ে তারা সাজেদুলের বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় বাধা দিতে গেলে সাজেদুলের মাকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক অবস্থার অবনতি দেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথিমধ্যে সাজেদুলের মৃত্যু হয়।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকা- ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুজন পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
দিনাজপুরের বিরামপুরে টাকা ধার দিতে অস্বীকার করায় সাজেদুল ইসলাম (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুরের জোলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদুল ইসলাম ওই গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন একই গ্রামের রায়হান কবির (২২) ও তার চাচাতো ভাই নুরুন্নবী ইসলাম (২৩)। ঘটনার পর তারা পলাতক।
গত বৃহস্পতিবার বিকেলে রায়হান কবির সাজেদুলের কাছে টাকা ধার চায়। সাজেদুল টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং সাজেদুলের গচ্ছিত ছয় হাজার টাকা বাড়ি হতে হারিয়ে যাওয়ার বিষয়টি রায়হান কবিরকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রায়হান তার চাচাতো ভাই নুরুন্নবীকে ডেকে আনেন। পরে দুজনে মিলে বাঁশের লাঠি দিয়ে সাজেদুলকে এলোপাতাড়ি মারধর করে। মারধরের একপর্যায়ে তারা সাজেদুলের বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় বাধা দিতে গেলে সাজেদুলের মাকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক অবস্থার অবনতি দেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথিমধ্যে সাজেদুলের মৃত্যু হয়।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকা- ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুজন পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।