ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঘরগাঁও গ্রামে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে শফিক মিয়া (৩৭) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
গতকাল রোববার রাত ১১ টার দিকে স্থানীয়রা নুরুল হকের বাড়ির জমি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শফিক মিয়া ঘরগাও বিলপারের মৃত ছায়েদ আলীর ছেলে। তিনি ভাই ও চার চার বোনের মধ্যে দ্বিতীয়। প্রায় সাত বছর আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। পারিবারিক সূত্র জানা গেছে, শফিকের বড় ভাই রফিক মিয়া ও ছোট ভাই হাবিবুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এই নিয়ে একাধিকবার স্থানীয় সালিশ হলেও কোনো সমাধান সম্ভব হয়নি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের মা জাহেরা খাতুনসহ পরিবারের একাংশ রফিক ও হাবিবের পাশে অবস্থান করছিল। অন্যদিকে শফিক ও তার কয়েকজন বোন আলাদা পক্ষ গঠন করেছিলেন। গতকাল রোববার রাতে বোন মিনারার বাড়িতে দাওয়াত খাওয়ার পর শফিক বাড়ি ফেরার পথে খামারবাড়ি এলাকায় নুরুল হকের বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে শফিক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহতের বোন মিনারা খাতুন বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওছার বাহার বলেন, আমরা একাধিকবার সালিশ করেছি, কিন্তু শফিকের মায়ের কারণে বিষয়টি নিষ্পত্তি হয়নি। চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আল আমিন মীর বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। জমি সংক্রান্ত নিয়ে পরিবারে বিরোধ চলছিল। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঘরগাঁও গ্রামে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে শফিক মিয়া (৩৭) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
গতকাল রোববার রাত ১১ টার দিকে স্থানীয়রা নুরুল হকের বাড়ির জমি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শফিক মিয়া ঘরগাও বিলপারের মৃত ছায়েদ আলীর ছেলে। তিনি ভাই ও চার চার বোনের মধ্যে দ্বিতীয়। প্রায় সাত বছর আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। পারিবারিক সূত্র জানা গেছে, শফিকের বড় ভাই রফিক মিয়া ও ছোট ভাই হাবিবুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এই নিয়ে একাধিকবার স্থানীয় সালিশ হলেও কোনো সমাধান সম্ভব হয়নি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের মা জাহেরা খাতুনসহ পরিবারের একাংশ রফিক ও হাবিবের পাশে অবস্থান করছিল। অন্যদিকে শফিক ও তার কয়েকজন বোন আলাদা পক্ষ গঠন করেছিলেন। গতকাল রোববার রাতে বোন মিনারার বাড়িতে দাওয়াত খাওয়ার পর শফিক বাড়ি ফেরার পথে খামারবাড়ি এলাকায় নুরুল হকের বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে শফিক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহতের বোন মিনারা খাতুন বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওছার বাহার বলেন, আমরা একাধিকবার সালিশ করেছি, কিন্তু শফিকের মায়ের কারণে বিষয়টি নিষ্পত্তি হয়নি। চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আল আমিন মীর বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। জমি সংক্রান্ত নিয়ে পরিবারে বিরোধ চলছিল। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।