রাজধানীর গুলিস্তান এলাকায় পুলিশি বাধার মুখে ঝটিকা মিছিল করতে পারেনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা। পরে এখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে -সংবাদ
রাজধানীর প্রায় ১৩টি স্পটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছে। বুধবার,(২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিল করে তারা। এছাড়া আরও কয়েকটি স্থানে মিছিলের চেষ্টা করে। পুলিশের ধাওয়া ও অভিযানের কারণে তা ব্যর্থ হয়ে যায়। পরে তারা অলিগলিতে চলে যায়। বুধবার ১টার দিকে গুলিস্তান এলাকায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসব ঝটিকা মিছিল থেকে বুধবার ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে ৭শ’ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বুধবার বিকেলে সংবাদকে জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৪৪ জন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পান্থপথ থেকে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে বলে।
ডিবি কর্মকর্তা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বুধবার এ ঝটিকা মিছিলের নাম দিয়েছে আনলাকি-১৩।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, দুপুর ২টার দিকে গুলিস্থান, ফার্মগেট, পন্থপথ, উত্তরা, মিরপুর, মানিকমিয়া এভিনিউ, আগারগাঁও ও কারওয়ান বাজার, বসুন্ধারা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবনসহ বিভিন্ন স্থানে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত আওয়ামী লীগের সদস্যরা ঝটিকা মিছিল করেছে।
ডিবি তালেবুর রহমান সাংবাদিকদের বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ঝটিকা মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটগুলো রাজধানীজুড়ে তৎপর রয়েছে।
ডিএমপির মিডিয়া শাখা থেকে জানিয়েছে, তেজগাঁয়ে আওয়ামী লীগ ঝটিকা মিছিলের চেষ্টা করছে। বসুন্ধারা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবনের সামনে থেকে ডিবি ককটেল উদ্ধার করছে।প্রত্যক্ষদর্শীরা উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন, গুলিস্তানে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজার সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভাসানী হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাদ পুলিশের বক্সের দিকে যায়। ওই সময় তারা দলের পক্ষে স্লোগান দেন।
ফার্মগেটে খামারবাড়ি থেকে বের হওয়ার আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল নিয়ে ফার্মগেটের দিকে যায়। দুপুর ২টার দিকে বসুন্ধারা শপিং কমপ্লেক্সের উল্টো দিকের রাস্তা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মিছিল নিয়ে কারওয়ান বাজার মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে কয়েকজনকে গ্রেপ্তার করে। এর আগে আগারগাঁও, শ্যামলী, তেজগাঁও নাবিষ্কো এলাকায় মিছিল করছে নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় ডিবির মিডিয়া শাখার ডিসি তালেবুর রহমান সন্ধ্যায় সংবাদকে জানান, গোয়েন্দা পুলিশ ৫০ জনকে গ্রেপ্তার করেছে। সিটিটিসি ২৭ জনকে, তেজঁগাও বিভাগ ১শ’ জনকে, রমনা বিভাগ ৫৫ জনকে, গুলশান বিভাগ ৫ জনকে, মিরপুর বিভাগ ৪ জনকে, উত্তরা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে বুধবার বিকেলে মিন্টু রোডস্থ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেছেন, ঝটিকা মিছিলে অংশ গ্রহণকারীদের অর্থ যোগানদাতা, আশ্রয়দাতা ও লোক সরবরাহকারীদের বিষয় তথ্য সংগ্রহের কাজ চলছে। বুধবারকে এ ঝটিকা মিছিল থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী গ্রেপ্তারে সহযোগিতার জন্য নগরবাসীকে তিনি ধন্যবাদ দিয়েছেন।
আওয়ামী লীগকর্মীদের অবস্থানের তথ্য দিতে নগরবাসীকে অনুরোধ পুলিশের ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।
ঢাকার কোনো ফ্ল্যাট, মেস, ছাত্রাবাস বা হোটেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন- তা পুলিশকে জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।
তার ভাষ্য, কর্মকা- নিষিদ্ধ একটি সংগঠনের কর্মীদের বিষয়ে তথ্য জানলে তা পুলিশকে জানানো ‘নাগরিক দায়িত্ব’।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চাপে রয়েছে ঢাকার পুলিশ।
মিছিলে অংশ নেয়া নেতাকর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি পুলিশের কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
যে এলাকায় মিছিল হবে, সেই এলাকার কর্মকর্তারা শাস্তি পাবেন- গত সপ্তাহে ডিএমপি কমিশনারের এমন বার্তার পর মাঠে বেড়েছে ঝটিকা মিছিলবিরোধী পুলিশি কার্যক্রম।
গত শুক্রবার দুপুরে পুলিশের বিশেষ অভিযান চলাকালে মাঠে না থেকে থানায় অবস্থান করায় মোহাম্মদপুরের এক সহকারী কমিশনারসহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।
ঢাকা মহানগরীর প্রতিটি থানা এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে বিশেষ টিম গঠন করা হয়েছে। পাশাপাশি ডিবি, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরাও কাজে লাগানো হচ্ছে।
এস এন নজরুল ইসলাম বলেন, ‘যারা মিছিলকারীদের বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান জানাতে পারবে তাদের পরিচয় গোপন রাখা হবে। আর তথ্য দিয়ে সহযোগিতা করার পর গ্রেপ্তার হলে মিছিলের সংখ্যা কমে আসবে।’
এ সময় অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগেও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক গ্রেপ্তার হয়েছে।
এদিকে বুধবার পৃথক তথ্যে ডিবি জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে গুলশান এলাকার একটি বাসা থেকে উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজরা খাতুর নার্গিসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে। আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে রাজধানীর গুলশান থেকে ডিবি গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে ডিবি থেকে এ তথ্য জানিয়েছেন। রাজধানীর মালিবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভোলা -১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ও বিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিটিসি। বুধবার দুপুর সোয়া ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর গুলিস্তান এলাকায় পুলিশি বাধার মুখে ঝটিকা মিছিল করতে পারেনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা। পরে এখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে -সংবাদ
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর প্রায় ১৩টি স্পটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছে। বুধবার,(২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিল করে তারা। এছাড়া আরও কয়েকটি স্থানে মিছিলের চেষ্টা করে। পুলিশের ধাওয়া ও অভিযানের কারণে তা ব্যর্থ হয়ে যায়। পরে তারা অলিগলিতে চলে যায়। বুধবার ১টার দিকে গুলিস্তান এলাকায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসব ঝটিকা মিছিল থেকে বুধবার ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে ৭শ’ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বুধবার বিকেলে সংবাদকে জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৪৪ জন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পান্থপথ থেকে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে বলে।
ডিবি কর্মকর্তা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বুধবার এ ঝটিকা মিছিলের নাম দিয়েছে আনলাকি-১৩।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, দুপুর ২টার দিকে গুলিস্থান, ফার্মগেট, পন্থপথ, উত্তরা, মিরপুর, মানিকমিয়া এভিনিউ, আগারগাঁও ও কারওয়ান বাজার, বসুন্ধারা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবনসহ বিভিন্ন স্থানে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত আওয়ামী লীগের সদস্যরা ঝটিকা মিছিল করেছে।
ডিবি তালেবুর রহমান সাংবাদিকদের বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ঝটিকা মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটগুলো রাজধানীজুড়ে তৎপর রয়েছে।
ডিএমপির মিডিয়া শাখা থেকে জানিয়েছে, তেজগাঁয়ে আওয়ামী লীগ ঝটিকা মিছিলের চেষ্টা করছে। বসুন্ধারা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবনের সামনে থেকে ডিবি ককটেল উদ্ধার করছে।প্রত্যক্ষদর্শীরা উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন, গুলিস্তানে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজার সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভাসানী হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাদ পুলিশের বক্সের দিকে যায়। ওই সময় তারা দলের পক্ষে স্লোগান দেন।
ফার্মগেটে খামারবাড়ি থেকে বের হওয়ার আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল নিয়ে ফার্মগেটের দিকে যায়। দুপুর ২টার দিকে বসুন্ধারা শপিং কমপ্লেক্সের উল্টো দিকের রাস্তা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মিছিল নিয়ে কারওয়ান বাজার মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে কয়েকজনকে গ্রেপ্তার করে। এর আগে আগারগাঁও, শ্যামলী, তেজগাঁও নাবিষ্কো এলাকায় মিছিল করছে নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় ডিবির মিডিয়া শাখার ডিসি তালেবুর রহমান সন্ধ্যায় সংবাদকে জানান, গোয়েন্দা পুলিশ ৫০ জনকে গ্রেপ্তার করেছে। সিটিটিসি ২৭ জনকে, তেজঁগাও বিভাগ ১শ’ জনকে, রমনা বিভাগ ৫৫ জনকে, গুলশান বিভাগ ৫ জনকে, মিরপুর বিভাগ ৪ জনকে, উত্তরা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে বুধবার বিকেলে মিন্টু রোডস্থ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেছেন, ঝটিকা মিছিলে অংশ গ্রহণকারীদের অর্থ যোগানদাতা, আশ্রয়দাতা ও লোক সরবরাহকারীদের বিষয় তথ্য সংগ্রহের কাজ চলছে। বুধবারকে এ ঝটিকা মিছিল থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী গ্রেপ্তারে সহযোগিতার জন্য নগরবাসীকে তিনি ধন্যবাদ দিয়েছেন।
আওয়ামী লীগকর্মীদের অবস্থানের তথ্য দিতে নগরবাসীকে অনুরোধ পুলিশের ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।
ঢাকার কোনো ফ্ল্যাট, মেস, ছাত্রাবাস বা হোটেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন- তা পুলিশকে জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।
তার ভাষ্য, কর্মকা- নিষিদ্ধ একটি সংগঠনের কর্মীদের বিষয়ে তথ্য জানলে তা পুলিশকে জানানো ‘নাগরিক দায়িত্ব’।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চাপে রয়েছে ঢাকার পুলিশ।
মিছিলে অংশ নেয়া নেতাকর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি পুলিশের কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
যে এলাকায় মিছিল হবে, সেই এলাকার কর্মকর্তারা শাস্তি পাবেন- গত সপ্তাহে ডিএমপি কমিশনারের এমন বার্তার পর মাঠে বেড়েছে ঝটিকা মিছিলবিরোধী পুলিশি কার্যক্রম।
গত শুক্রবার দুপুরে পুলিশের বিশেষ অভিযান চলাকালে মাঠে না থেকে থানায় অবস্থান করায় মোহাম্মদপুরের এক সহকারী কমিশনারসহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।
ঢাকা মহানগরীর প্রতিটি থানা এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে বিশেষ টিম গঠন করা হয়েছে। পাশাপাশি ডিবি, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরাও কাজে লাগানো হচ্ছে।
এস এন নজরুল ইসলাম বলেন, ‘যারা মিছিলকারীদের বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান জানাতে পারবে তাদের পরিচয় গোপন রাখা হবে। আর তথ্য দিয়ে সহযোগিতা করার পর গ্রেপ্তার হলে মিছিলের সংখ্যা কমে আসবে।’
এ সময় অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগেও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক গ্রেপ্তার হয়েছে।
এদিকে বুধবার পৃথক তথ্যে ডিবি জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে গুলশান এলাকার একটি বাসা থেকে উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজরা খাতুর নার্গিসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে। আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে রাজধানীর গুলশান থেকে ডিবি গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে ডিবি থেকে এ তথ্য জানিয়েছেন। রাজধানীর মালিবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভোলা -১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ও বিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিটিসি। বুধবার দুপুর সোয়া ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।