ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সাভারের বিরুলিয়া বেড়িবাধ ও আশুলিয়া থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টিকে শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আশুলিয়ায় বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার,(২৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর সংলগ্ন এলাকার ময়লার ভাগার থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার ওসি আব্দুল হাননান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে গিয়েছে হত্যাকারীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে যুবককে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় ময়লার ভাগাড়ে ফেলে রেখে গেছে। নিহতের পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) ও ক্রিমিনাল ইনভেস্টিকেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কাজ করছে।
অপরদিকে, সাভারে আবু হানিফ নামের এক যুবককে শ্বাসরোধে মৃত্যু অভিযোগ ওঠেছে। রোববার দুপুরে সাভারের বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এরআগে রাতে সাভারের বিরুলিয়ার বেরিবাধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত ব্যক্তি বরিশাল জেলার নাজিরপুর থানার মুলাদী গ্রামের বাসিন্দা। তার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুর নিজ ভাড়া বাসা থেকে বের হয় আবু হানিফ। কিন্তু দুপুরে আর বাসায় ফিরেনি। পরে আবু হানিফের পরিবারের সদস্যরা তার খোঁজ করে। তবে রাতে পথচারীরা তার মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
সাভারের বিরুলিয়া বেড়িবাধ ও আশুলিয়া থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টিকে শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আশুলিয়ায় বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার,(২৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর সংলগ্ন এলাকার ময়লার ভাগার থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার ওসি আব্দুল হাননান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে গিয়েছে হত্যাকারীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে যুবককে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় ময়লার ভাগাড়ে ফেলে রেখে গেছে। নিহতের পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) ও ক্রিমিনাল ইনভেস্টিকেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কাজ করছে।
অপরদিকে, সাভারে আবু হানিফ নামের এক যুবককে শ্বাসরোধে মৃত্যু অভিযোগ ওঠেছে। রোববার দুপুরে সাভারের বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এরআগে রাতে সাভারের বিরুলিয়ার বেরিবাধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত ব্যক্তি বরিশাল জেলার নাজিরপুর থানার মুলাদী গ্রামের বাসিন্দা। তার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুর নিজ ভাড়া বাসা থেকে বের হয় আবু হানিফ। কিন্তু দুপুরে আর বাসায় ফিরেনি। পরে আবু হানিফের পরিবারের সদস্যরা তার খোঁজ করে। তবে রাতে পথচারীরা তার মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন।