কুমিল্লার দেবীদ্বারে ৬০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ফয়সাল (২০) নামে এক যুবককে রোববার, (০৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়নপুর (ছয়গুরা) গ্রামে ভিক্টিমের নিজ বাড়িতে। ঘটনার পর বিষয়টি পরিবারিকভাবে গোপন রেখে সমঝোতার চেষ্টা করা হয়। ঘটনা জানাজানি হলে গত শনিবার বিকেলে স্থানীয়রা অভিযুক্ত ফয়সালকে আটক করে পুলিশে খবর দেয়। পরে দেবীদ্বার থানা পুলিশ রাত ৯ টার দিকে তাকে স্থানীয়দের হাতে গণপিটুনির হাত থেকে রক্ষা করে থানায় নিয়ে যায়। আটক ফয়সাল (২০) দক্ষিণ নারায়নপুর গ্রামের মো. জিয়ার পুত্র এবং পেশায় ট্রাক হেলপার। ভিক্টিম ৬০ বছর বয়সী এক ভিক্ষুক নারী, তিনিও একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ভিক্টিমের ঘরে একা থাকার সুযোগে ফয়সাল জোর করে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্তের পরিবার ভিক্টিমকে নানা প্রলোভন ও চাপে ম্যানেজ করার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। কিন্তু গ্রামে বিষয়টি ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মঈনুদ্দীন বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনাটি স্বীকার করেছে। ভিক্টিমের ছেলে বাদী হয়ে রাতেই থানায় মামলা করেছেন।