image

সিরাজদিখানে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার লতব্দী ইউনিয়ন ও কেয়াইন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, বিকেল ৫টার দিকে লতব্দী ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নেওয়াজ আলীর দোকানের সামনে পাকা রাস্তা থেকে প্রথম অভিযানে দুজনকে আটক করা হয়। তারা হলেন মো. বিল্লাল হোসেন (২৯), পিতা মানিক চাঁদ, মাতা মৃত মিনারা বেগম, ঠিকানা কংশপুরা এবং মো. রাজু (৩৬), পিতা মৃত দুলাল শেখ, মাতা আরজুদা বেগম, ঠিকানা লতব্দী। দুজনই সিরাজদিখান উপজেলার বাসিন্দা। তল্লাশিতে তাদের কাছ থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

থানা সূত্র জানায়, গ্রেপ্তার বিল্লাল হোসেনের বিরুদ্ধে আগেই ১৫ মাসের সাজা ওয়ারেন্ট ছিল। দীর্ঘদিন ধরে তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছিল।

একই দিন সন্ধ্যা ৬টা আরেকটি অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. রনি (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি গাইবান্ধা সদর থানার খরিশা পটলের বাসিন্দা। বর্তমানে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকার সত্তার বাড়িতে ভাড়া থাকতেন। নতুন বাজার সংলগ্ন পাকা সড়কের ঢাল থেকে তাকে আটক করা হয়।

সিরাজদিখান থানা পুলিশ জানায়, তিনজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি