ভেপ ও ই-সিগারেটের মাধ্যমে দেশে ছড়িয়ে পড়েছে নতুন মাদক ‘এমডিএমবি’। বাংলাদেশে প্রথমবারের মতো এই মাদক পাওয়া গেছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এমডিএমবি মাদকের বড় একটি চালান জব্দ করেছে ডিএনসি। মূল হোতাসহ চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে তারা। ডিএনসি বলছে, মালয়েশিয়া থেকে এই মাদক আসতো। ফেইসবুক ও হোয়াটসঅ্যাপকে ‘অদৃশ্য বাজার’ হিসেবে এই চক্র ব্যবহার করতো।
শুক্রবার,(১২ ডিসেম্বর ২০২৫) সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এ তথ্য জানান। গ্রেপ্তার চারজন হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খন্দকার তৌকিরুল কবির তামিম (২৬), মেহেদী হাসান রাকিব (২৬), বেসরকারি প্রতিষ্ঠানের সেলস্, মার্কেটিং কর্মকর্তা হিসেবে কর্মরত মাসুম মাসফিকুর রহমান ওরফে সাহস (২৭) এবং সম্প্রতি ভারতে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ব্যবসা শুরু করা আশরাফুল ইসলাম (২৫)।