চলতি বছরের নভেম্বর মাসজুড়ে জয়পুরহাটে চোরাচালান প্রতিরোধ অভিযানে পরিচালিত ১ হাজার ৪৩৩টি অভিযানে ১১ লাখ ৪৯ হাজার ৪৬০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
মাসিক প্রতিবেদনের তথ্যমতে, অভিযানের মধ্যে টাস্কফোর্স পরিচালনা করেছে ৯টি, বিজিবি ৯১২টি, পুলিশ ১৪০টি, র্যাব ১৭টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৩০টি এবং অন্যান্য সংস্থা ২২৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মোট ৯৮টি মাদক মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে ৯৩ জনকে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার সংখ্যা ৬০টি।
জেলার সার্বিক অপরাধ চিত্রে দেখা যায়, নভেম্বর মাসে চাঞ্চল্যকর খুনের কোনো ঘটনা ঘটেনি। তবে খুন (চাঞ্চল্যকর নয়) ২টি, চুরি ৮টি, মাদক সংক্রান্ত অপরাধ ২০টি, নারী ও শিশু নির্যাতন ১০টি, ধর্ষণ ৪টি এবং প্রাণহানি বা অপমৃত্যুর ঘটনা ১৬টি নথিভুক্ত হয়েছে। এ ছাড়া অন্যান্য অপরাধের সংখ্যা ৩৫টি। ডাকাতি, রাহাজানি, অপহরণ, অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাই, এসিড আইনের অপরাধ কিংবা সম্পত্তি ধ্বংসের মতো কোনো ঘটনা ঘটেনি।
অভিযানে উদ্ধারকৃত মালামালের বিবরণ অনুযায়ী, টাস্কফোর্সের ৯টি অভিযানে ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ হাজার ৪৫০ টাকা। বিজিবির ৯১২টি অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট, মোবাইল ফোন, কসমেটিকস ও খাদ্যসামগ্রী, চিনি, লবণ, পেঁয়াজ, বাইসাইকেল ও জর্দাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ২৬ হাজার ৫১০ টাকা।
পুলিশের ১৪০টি অভিযানে ইয়াবা ৯৫ পিস, টাপেন্টাডল ১০ পিস ও ১০টি অ্যাম্পুল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ১০০ টাকা। র্যাবের ১৭টি অভিযানে ইয়াবা ট্যাবলেট ৪৪৯ পিস, বুপ্রেনরফিন ৮১৭ পিস, ১৪ কেজি গাঁজা, ১৩টি মোবাইল ফোন, ১৮টি সিমকার্ড, মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৫৩০ টাকা, একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়; তবে এসবের আনুমানিক মূল্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৩০টি অভিযানে ০.৮৩ কেজি গাঁজা, ২ হাজার ৩২৯ পিস টাপেন্টাডল, ৩০ পিস ইয়াবা, ০.৫ লিটার চোলাই মদ, দুটি মোবাইল ফোন ও ২০ হাজার ৪০০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭ লাখ ৪০০ টাকা। অন্যান্য সংস্থার ২২৫টি অভিযানে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে, যার মূল্য ধরা হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
জয়পুরহাট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার আয়েশা সিদ্দীকা তাওহীদার স্বাক্ষরিত চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা সংক্রান্ত মাসিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
অর্থ-বাণিজ্য: মোবাইল আমদানিতেও কর ‘ছাড় দিতে রাজি’ এনবিআর
অপরাধ ও দুর্নীতি: জয়পুরহাটে নভেম্বর মাসে ১,৪৩৩ অভিযানে ১১ লাখ টাকার পণ্য জব্দ
অর্থ-বাণিজ্য: ফের পতন শেয়ারবাজারে, কমেছে লেনদেনও